এনবিআরের সাবেক চেয়ারম্যান নজিবুর তিনদিন রিমান্ডে
আদালত প্রতিবেদক
প্রকাশ: ১৮ ডিসেম্বর ২০২৪, ১৫:০৪
সাবেক প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্যসচিব ও জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক চেয়ারম্যান নজিবুর রহমানের তিনদিন রিমান্ড মঞ্জুর করা হয়েছে।
বুধবার (১৮ ডিসেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শরীফুর রহমান শুনানি শেষে রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে শুনানির জন্য তাকে কারাগার থেকে আদালতে আনা হয়। এরপর মামলার তদন্ত কর্মকর্তা তাকে সাতদিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেন। শুনানিতে আসামি পক্ষে তার আইনজীবী রিমান্ড বাতিল করে জামিন চাইলে তা নাকচ করেন বিচারক।
মামলার বিবরণে জানা যায়, ২০২২ সালের ১০ ডিসেম্বর এক দফা দাবি আদায়ের কর্মসূচি ঘোষণা করে বিএনপি। ওই বছরের ৭ ডিসেম্বর ডিবি পুলিশের হারুন অর রশীদ, মেহেদী হাসান ও বিপ্লব কুমার বিএনপির নয়াপল্টন কার্যালয়ে অভিযান চালিয়ে ভাঙচুর করেন। কার্যালয়ের পাশে থাকা হাজার হাজার নেতাকর্মীর ওপর হামলা চালায়। এতে মকবুল হোসেন নামে এক কর্মী গুলিবিদ্ধ হয়ে মারা যান।
এই ঘটনায় চলতি বছরের গত ৩০ সেপ্টেম্বর মাহফুজুর রহমান বাদী হয়ে শেখ হাসিনাসহ ২৫৬ জনের বিরুদ্ধে পল্টন থানায় মামলা করেন।
এম এ জলিল উজ্জ্বল/এমবি