Logo
Logo

জাতীয়

কামরুল-সোলায়মান চার দিনের রিমান্ডে

Icon

আদালত প্রতিবেদক

প্রকাশ: ১৮ ডিসেম্বর ২০২৪, ১৫:১৮

কামরুল-সোলায়মান চার দিনের রিমান্ডে

সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম ও ঢাকা-৭ আসনের সাবেক সংসদ সদস্য সোলায়মান সেলিমের চারদিন করে রিমান্ড মঞ্জুর করা হয়েছে।

বুধবার (১৮ ডিসেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শরীফুর রহমান শুনানি শেষে তাদের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে এদিন মামলার তদন্ত কর্মকর্তা আসামিদের সাতদিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেন। আদালতে শুনানিতে আসামিদের আইনজীবীরা রিমান্ড বাতিল করে জামিন চান। বিচারক রিমান্ডে নেওয়ার আদেশ দেন।

মামলার বিবরণে জানা যায়, ২০২৩ সালের ২৮ অক্টোবর বিএনপির কেন্দ্রীয় কর্মসূচি অনুযায়ী ঢাকায় মহাসমাবেশ ডাকা হয়। মহাসমাবেশকে পণ্ড করার জন্য একই দিনে আওয়ামী লীগও পাল্টা সমাবেশ ডাকে। বিএনপি নেতাকর্মীদের হত্যা ও গুম করার উদ্দেশ্যে পুলিশের সহায়তায় মহাসমাবেশে হামলা চালানো হয়। এতে যুবদল নেতা শামীম নিহত হন। এই ঘটনায় চলতি বছরের ২৪ সেপ্টেম্বর রাজধানীর পল্টন থানায় মামলা দায়ের হয়।

এম এ জলিল উজ্জ্বল/এমবি 

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর