রমনা থানার ২ মামলায় মির্জা ফখরুলসহ সবাই খালাস
আদালত প্রতিবেদক
প্রকাশ: ১৯ ডিসেম্বর ২০২৪, ১২:১৫
রাজধানীর রমনা থানার পৃথক দুই মামলায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ অন্যদের খালাস দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর)আদালতের নিবন্ধন শাখার সংশ্লিষ্ট সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।
জানানো হয়েছে, মামলার ধার্য তারিখ বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুজ্জামান মামলার চূড়ান্ত প্রতিবেদন গ্রহণ করে আসামিদের অব্যাহতি প্রদান পূর্বক খালাস দেন।
উল্লেখযোগ্য অন্যরা হলেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আমীর খসরু মাহমুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, বরকত উল্লাহ বুলু, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আলতাফ হোসেন চৌধুরী, যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদীন ফারুক, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে বিএনপির মেয়রপ্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন প্রমুখ।
মামলার বিবরণে জানা যায়, ২০২৩ সালের ২৮ অক্টোবর রাজধানীতে বিএনপি পূর্ব ঘোষিত মহাসমাবেশকে কেন্দ্র করে রমনা থানা এলাকায় দেশের বিভিন্ন এলাকা থেকে বিএনপির নেতাকর্মীরা আসে। এ সময় তারা পুলিশের কাজে বাধা দেয়, যানবাহন ভাঙচুর ও ক্ষতিসাধন করে।
এ ঘটনায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ৫৫ জনের নাম উল্লেখ করে ওই বছরের ৩১ অক্টোবর রমনা থানার উপ-পরিদর্শক আউয়াল ও উপ- পরিদর্শক কামাল উদ্দিন মুন্সি পৃথক মামলা দায়ের করে।
ঘটনার সত্যতা না পেয়ে তদন্ত কর্মকর্তারা চলতি বছরের ২১ অক্টোবর আদালতে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করে।
এসআই আউয়ালের করা মামলায় মির্জা ফখরুলসহ ৬০ জন ও এসআই কামাল উদ্দিন মুন্সির মামলায় মির্জা ফখরুলসহ ৬৫ জনের অব্যাহতি দেওয়ার আবেদন করা হয়।
প্রসঙ্গত উল্লেখযোগ্যরা ছাড়াও দুই মামলায় কিছু আসামি এক ও অভিন্ন।
জেইউ/ওএফ