Logo
Logo

জাতীয়

ইজতেমায় সহিংসতাকারীদের ছাড় নয় : স্বরাষ্ট্র উপদেষ্টা

Icon

মুন্সীগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ১৯ ডিসেম্বর ২০২৪, ১৬:০৮


ইজতেমা ময়দানে সমাবেশ করার নিষেধাজ্ঞা অচিরেই কাটবে। যথা সমই ইজতেমা হবে। সহিংসতাকারীদের ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী।

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) দুপুরে মুন্সিগঞ্জের আইনশৃঙ্খলা ও সার্বিক পরিস্থিতি নিয়ে কর্মকর্তাদের সাথে মতবিনিময় শেষে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ইজতেমা নিয়ে সহিংসতার বিষয়ে তদন্ত চলছে। সাদ ও জুবায়ের দুই পক্ষই গতকাল আমাদের সাথে প্রেস ব্রিফিংয়ে ছিল। অপরাধীরা শাস্তির আওতায় আসতেই হবে। তাদের কোনো ধরনের ছাড় দেয়া হবে না । কঠোর হস্তে তাদের দমন করা হবে।

যেকোনো পরিস্থিতি ও নির্বাচনের জন্য প্রস্তুত রয়েছে পুলিশ জানিয়ে উপদেষ্টা আরও বলেন, ১৮৫ জনের মতো পুলিশ সদস্য কাজে যোগ দেয়নি। এ সংখ্যা নগণ্য। বাকি পুলিশ সদস্যরা কার্যকরী অবস্থায় রয়েছে। এছাড়া অন্যান্য সশস্ত্র বাহিনী রয়েছে। র‍্যাব, বিজিবিও রয়েছে। নির্বাচনসহ যেকোনো অবস্থা মোকাবেলা করা কোনো অসুবিধা হবে না।

সভায় আরও উপস্থিত ছিলেন- মুন্সিগঞ্জের জেলা প্রশাসক ফাতেমা তুল জান্নাত, পুলিশ সুপার শামসুল আলম সরকারসহ জেলা ও পুলিশ প্রশাসনের কর্মকর্তারা।

আবু সাঈদ/এমবি 

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর