মালিবাগে হোটেলে মিলল যুবকের মরদেহ, প্রেমিকা আটক
বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ২০ ডিসেম্বর ২০২৪, ১৬:০৬
রাজধানীর মালিবাগ চৌধুরীপাড়ায় একটি আবাসিক হোটেল থেকে মো. আরাফাত ইসলাম (২৬) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। এ সময় আটক করা হয়েছে তার প্রেমিকাকে।
শুক্রবার (২০ ডিসেম্বর) ভোর পৌনে ৫টার দিকে চৌধুরীপাড়া আবাসিক হোটেল আর ইসলামের পঞ্চম তলা থেকে তার মরদেহটি উদ্ধার করে রামপুরা থানা পুলিশ।
রামপুরা থানার উপপরিদর্শক (এসআই) মো. শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
নিহত মো. আরাফাত ইসলাম মাদারীপুর জেলার শিবচর উপজেলার যাদুরচর গ্রামের জয়নাল মুন্সির ছেলে। বর্তমান খিলগাঁও দক্ষিণ গোড়ান ছাপড়া মসজিদের পাশে থাকতেন তিনি।
এসআই শফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে শুক্রবার ভোর পৌনে ৫টার দিকে ৪৭৫/সি মালিবাগ চৌধুরীপাড়া আবাসিক হোটেল আর ইসলামের পঞ্চম তলার ৪১১ নম্বর কক্ষের দরজা বন্ধ দেখে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে পুলিশ। ভেতরে দেখা যায় বিছানার চাদর দিয়ে ছাদে রডের অ্যাঙ্গেলের সাথে গলায় ফাঁস দিয়ে ওই যুবকের মরদেহ ঝুলছে। পরে তার মৃতদেহ উদ্ধার করা হয়।
তিনি আরও বলেন, প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে, প্রেম সংক্রান্ত বিষয়ে সে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করতে পারে। তদন্ত সাপেক্ষে ও ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। ছেলেটির পরিবারের সাথে তার তেমন কোনো যোগাযোগ ছিল না। সে বেকার ছিল।
হোটেল কর্তৃপক্ষের বরাত দিয়ে তিনি বলেন, গত ১৮ তারিখে স্বর্ণা বিনতে মিম (১৮) নামের মেয়েকে নিয়ে ওই হোটেলে উঠেছিল। এই ঘটনায় মেয়েটিকে (প্রেমিকা) জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।
ডিআর/এমবি