ব্যাংক ডাকাতির ঘটনায় গ্রেপ্তার যুবক রিমান্ডে
বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ২০ ডিসেম্বর ২০২৪, ২০:২০
ঢাকার কেরানীগঞ্জে রূপালি ব্যাংকে ডাকাতির চেষ্টাকালে গ্রেপ্তার যুবক লিয়ন ওরফে নিরবের তিনদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। একই সময়ে গ্রেপ্তার দুই কিশোর আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দি চলমান রয়েছে। তাদের দুজনেরই বয়স ১৬ বছর।
শুক্রবার (২০ ডিসেম্বর) বিকেলে ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. জুনাইদের আদালত রিমান্ডের ওই আদেশ দেন।
এদিন মামলার তদন্ত কর্মকর্তা এসআই ইসতিয়াক দুই কিশোর আসামি আরাফাত ও সিফাতের স্বীকারোক্তিমূলক জবানবন্দি লিপিবদ্ধ করার আবেদন করেন। পরে আদালত তাদের স্বীকারোক্তিমূলক জবানবন্দি লিপিবদ্ধ করেন এবং পরে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। অন্যদিকে নীরবকে সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করলে তার তিনদিন রিমান্ড মঞ্জুর করেন আদালত।
রাষ্ট্রপক্ষের আইনজীবী এমএ কালাম খান এসব তথ্য নিশ্চিত করেছেন।
গ্রেপ্তার লিয়ন গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার কুমুরিয়া গ্রামের বাসিন্দা কবির মোল্লার ছেলে। দুই কিশোরের বাড়ি দক্ষিণ কেরানীগঞ্জের কদমতলী খালপাড় এলাকায়। লিয়ন পেশায় গাড়িচালক। বাকি দুজনের একজন একটি স্কুলের সপ্তম শ্রেণির শিক্ষার্থী, আরেকজন মাদ্রাসার শিক্ষার্থী।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার দুপুরে দক্ষিণ কেরানীগঞ্জের চুনকুটিয়া পাকাপুল এলাকায় রূপালী ব্যাংকের জিনজিরা শাখায় ওই তিনজন প্রবেশ করেন। একপর্যায়ে তারা ব্যাংক কর্মকর্তা ও গ্রাহকসহ ১৫ জনকে খেলনা অস্ত্রের মুখে জিম্মি করেন। তারা ব্যাংকের কাউন্টার থেকে ১৮ লাখ টাকা লুট করেন। খবর পেয়ে আইনশৃঙ্খলাবাহিনীর সদস্যরা এসে তাদের আটকসহ জিম্মিদের উদ্ধার করে। ওই ঘটনায় ব্যাংকের সিনিয়র অফিসার তারেক মামুন বাদী হয়ে সংশ্লিষ্ট থানায় মামলাটি দায়ের করেন।
ডিআর/এমবি