Logo

আইন ও বিচার

‘চ্যানেল ওয়ান’ সম্প্রচারে বাধা নেই

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ১১:০৮

‘চ্যানেল ওয়ান’ সম্প্রচারে বাধা নেই

আপিল বিভাগের সর্বশেষ আদেশ অনুযায়ী, চ্যানেল ওয়ানের সম্প্রচারে আর কোনো বাধা নেই। সোমবার (২৪ ফেব্রুয়ারি) বিচারপতি মো. আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন আপিল বিভাগ বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চ্যানেলটি বন্ধ করার সিদ্ধান্ত স্থগিত করেছেন।

ফলে, চ্যানেল ওয়ান পুনরায় সম্প্রচারে আসার জন্য সব আইনি বাধা দূর হয়েছে। 

চ্যানেল ওয়ান ২০০৬ সালের ২৪ জানুয়ারি ঢাকা থেকে সম্প্রচার শুরু করে। তবে ২০১০ সালের ২৭ এপ্রিল বিটিআরসি চ্যানেলটির সম্প্রচার বন্ধ করে দেয়। দীর্ঘ ১৬ বছর পর, ২০২৫ সালের জানুয়ারিতে আপিল বিভাগের চেম্বার জজ আদালত চ্যানেল ওয়ানকে আপিল দায়েরের অনুমতি দেন, যা চ্যানেলটির পুনরায় সম্প্রচারের পথ সুগম করে। 

চ্যানেল ওয়ানের লিগ্যাল অফিসার মিজান-উল হক জানিয়েছেন, আদালতের এই আদেশের ফলে চ্যানেলটি আবারও দর্শকদের সামনে আসার সম্ভাবনা তৈরি হয়েছে। 

এখন চ্যানেল ওয়ান কর্তৃপক্ষ পুনরায় সম্প্রচার শুরু করার জন্য প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করবে। দর্শকরা শিগগিরই চ্যানেলটি পুনরায় দেখতে পাবেন বলে আশা করা যাচ্ছে।

এএইচএস/এমআই

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর