Logo
Logo

লাইফস্টাইল

স্বামীর যে ৩ বদঅভ্যাস স্ত্রীর বিরক্তির কারণ

Icon

লাইফস্টাইল ডেস্ক

প্রকাশ: ১৩ ডিসেম্বর ২০২৪, ০৯:৪৪

স্বামীর যে ৩ বদঅভ্যাস স্ত্রীর বিরক্তির কারণ

ছবি : সংগৃহীত

মানুষ ভুল করে। ভুল থেকেই মানবজাতির আবির্ভাব। নানারকম কমতি নিয়েই আমাদের বেড় ওঠা। জীবনে পূর্ণতা আনতে আমরা বিয়ে করি, তবে অনেকসময় আমাদের দাম্পত্যজীবন নিখুঁত হয় না। কোনো স্বামী-স্ত্রীই ত্রুটিহীন নন। দুজনের মাঝে যেকোনো রকমের কমতি থাকবেই। সেগুলো নিয়েই সংসার করতে হয়। পাড়ি দিতে হয় দীর্ঘপথ। তবেই উপভোগ হয় জীবনের স্বাদ-ছন্দ-গন্ধ।

দাম্পত্যজীবনে স্বামী-স্ত্রীর এমন কিছু অভ্যাস থাকে, যা অনেকসময় অপরজনের জন্য বিরক্তির কারণ হয়ে দাঁড়ায়। আপনার মধ্যেও এমন কিছু স্বভাব থাকতে পারে, যা আপনার স্ত্রীর জন্য বিরক্তির কারণ। তাই আজ থেকেই আপনি সতর্ক হোন। নয়তো সম্পর্কের অবনতি হতে পারে। চলুন, জেনে নিই দাম্পত্যজীবনে বিরক্তিকর তিনটি অভ্যাস—

প্রাক্তন
নারী তার সঙ্গীর ভাগ কাউকেই দিতে চায় না। এটা নারীদের সহজাত। তাই আপনি যদি এখনো আপনার প্রাক্তনের সঙ্গে যোগাযোগ রাখেন, তাহলে সেটা আপনার স্ত্রীর জন্য অবশ্যই বিরক্তির কারণ হবে। এমনকি খুব অল্পসময়ে দাম্পত্যজীবনে ফাটল ধরতে পারে। তাই আজই আপনার অতীতকে ভুলে যান, সুন্দর আগামীর জন্য প্রস্তুত হোন।

হুম এবং মাথা নেড়ে উত্তর দেওয়া
স্ত্রী আপনার সঙ্গে খোশগল্প করছেন, কিন্তু আপনার প্রতিক্রিয়া নিছক সম্মতি, হুম বা কিছুই নয়। এই আচরণ তার কাছে অপছন্দনীয় হতে পারে। কারণ আপনি তার দিকে মনযোগ দিচ্ছেন না। পরোক্ষভাবে তাকে দেখাচ্ছেন যে, তার কথা আপনার কাছে গুরুত্বপূর্ণ নয়। নারীরা সবসময়ই চায় স্বামী তার কথা মনযোগ দিয়ে শুনুক। তাই দাম্পত্যজীবনকে রাঙাতে অবশ্যই আপনাকে এ বদঅভ্যাস ত্যাগ করতে হবে। স্ত্রীর কথা শুনতে হবে।

কাপড় এলোমেলো করে রাখা
নারীরা সাজশয্যা প্রিয়। নিজগৃহকে তারা সযত্নে সাজিয়ে রাখেন। তাই আপনি যদি ঘরে আপনার কাপড় গুছিয়ে না রাখেন, তাহলে স্ত্রীর কাছে এটা বিরক্তির কারণ হতে পারে। স্ত্রীর মন জয় করতে আজই ত্যাগ করুন এই অভ্যাস। ‍

আল জাজিরা মুবাশির থেকে অনুবাদ করেছেন আবু তালহা রায়হান ‍

ডিআর/এটিআর


Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর