Logo

লাইফস্টাইল

পরকীয়ায় শীর্ষে যে দেশ

Icon

লাইফস্টাইল ডেস্ক

প্রকাশ: ১৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:৩২

পরকীয়ায় শীর্ষে যে দেশ

ছবি : সংগৃহীত

পরকীয়া একটি অমানবিক ক্রিয়া। বিকৃত মানসিকতার কাজ। সুস্থ মস্তিষ্কের কোনো নারী-পুরুষ পরকীয়ায় লিপ্ত হতে পারে না। গত কয়েক দশকে বিশ্বব্যাপী মারাত্মক আকার ধারণ করেছে ভয়াবহ এই সামাজিক ব্যাধি। ফলে বিচ্ছেদের হারও বাড়ছে। 

বিশ্বে সবচেয়ে বেশি পরকীয়া ঘটে কোন দেশে, তা নিয়ে একটি সাম্প্রতিক সমীক্ষায় উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। 

ওয়ার্ল্ড পপুলেশনের গবেষণায় দেখা গেছে, সবচেয়ে বেশি পরকীয়া হয় এশিয়ার থাইল্যান্ডে। সেখানে পরকীয়ার হার প্রায় ৫১ শতাংশ। দেশটির তরুণ প্রজন্মের মধ্যে সম্পর্কের বাইরেও অতিরিক্ত বন্ধুত্ব বজায় রাখার প্রবণতা রয়েছে।

এই তালিকায় দ্বিতীয় স্থানে আছে ডেনমার্ক, যেখানে ৪৬ শতাংশ মানুষ বিবাহ বহির্ভূত সম্পর্কের সঙ্গে জড়িত। তৃতীয় স্থানে রয়েছে জার্মানি, যেখানে প্রায় ৪৫শতাংশ মানুষের একাধিক সঙ্গী রয়েছে।

এরপর চতুর্থ স্থানে ইতালি এবং পঞ্চম স্থানে ফ্রান্স (৪৩ শতাংশ)। এছাড়া নরওয়ে (৪১ শতাংশ) ও বেলজিয়াম (৪০ শতাংশ) যথাক্রমে ষষ্ঠ ও সপ্তম স্থানে রয়েছে।

এটিআর/

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর