Logo
Logo

জীবনানন্দ

ছড়া

ফুলপরিদের দেশে

Icon

এম. আবু বকর সিদ্দিক

প্রকাশ: ০১ নভেম্বর ২০২৪, ০৬:৫৬

ফুলপরিদের দেশে

ফুলবাগিচায় ফুল ফুটেছে

দিচ্ছে সবাই হাসি,

মিষ্টি হেসে বলল খুকু

ফুল যে ভালোবাসি।


সূর্যমুখীর গঠন দেখে

বলল সে হেসে,

মাগো আমায় নিয়ে চলো

ফুলপরিদের দেশে।


ফুলপরি তো আর কেহ নয়

আমার খুকুমণি,

বাবা-মায়ের স্বপ্ন আশা

ভালোবাসার খনি।

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর