এ অলৌকিক হবার নয়
ফিলিস্তিনের শিশুদের জন্য
প্রকাশ: ১৮ এপ্রিল ২০২৫, ১৫:৪২
-68021e72a4cc1.jpg)
ভোর হতে এখনও অনেক বাকি
হয়ত এখানে ভোর হবে না আর
তার চোখে দিন শেষের হাহাকার—
প্রিয় সন্তানের মাথায় গালে চোখে হাত বুলায়
মাটি, ধ্বংস আর আগের রাতের কান্না সরিয়ে।
চুপচাপ ঘুমোচ্ছে তার আদরের ধন—
অথচ সে জানে, এ ঘুম ঘুম নয়,
এ যেন চিরকালের অপার বিস্ময়!
সে জানে, যেভাবে নিঃশ্বাস থেমে যায়
মানুষের কান্নায়ও একদিন ফুরায়—
দূরে কোথাও খাবারের জন্য লম্বা সারি
সাহায্য তাঁবুতে শুকনো বিস্কুট বিলোচ্ছে কেউ
গতকালও ওই সারিতে গিয়েছিল সে—
আজ আর যেতে হবে না তার।
এখন যা চাওয়া
এ পৃথিবী দিতে পারবে না আর তা—
তার চোখ যেনো এখন এক টুকরো বরফ
অথচ জল নেই সেখানে
শুধু শীতল দৃঢ়তা—
সে আঁচল দিয়ে মুখ মুছে দেয় শিশুটির,
যেন প্রতিমায় প্রাণ ফেরানোর চেষ্টা—
সে জানে, এ অলৌকিক হবার নয়
তবু সে করে—
কেননা এখন আর কিছুই করার নেই।
মেহেদী হাসান শোয়েব : লেখক, প্রকাশক, বিতার্কিক; শিফট ইনচার্জ, বাংলাদেশের খবর
- বাংলাদেশের খবরের জীবনানন্দ (সাহিত্য) বিভাগে লেখা পাঠান এই মেইলে- bksahitya247@gmail.com
এমএইচএস