Logo
Logo

জীবনানন্দ

আশারায়ে মুবাশশারা সিরিজের দুটি ছড়া

আবু তালহা রায়হান

আবু তালহা রায়হান

প্রকাশ: ১১ ডিসেম্বর ২০২৪, ১১:৩৮

আশারায়ে মুবাশশারা সিরিজের দুটি ছড়া

হজরত ওমর রা.

কণ্ঠে ছিল সিংহধ্বনি
নুর নবিজির নয়নমণি
ভয় ছিল না বুকে—
গম-আটা নিজ কাঁধে নিয়ে
পৌঁছে দিতেন বাড়ি গিয়ে
খাদ্যহীনের মুখে।

লুঙ্গি-কাপড় ছেঁড়া ছিল
ভাঙা ঘরের বেড়া ছিল
লোভ ছিল না মনে—
একলা ঘরে রবের সাথে
সিজদায় লুটে প্রতি রাতে
কাঁদতেন ক্ষণে ক্ষণে।

সত্য-ন্যায়ের শাসক ছিলেন
মিথ্যানীতির নাশক ছিলেন
ফাঁস করেছেন গোমর—
শ্রেষ্ঠ নবির শ্রেষ্ঠ সাথি
ঘোর আঁধারে আলোর বাতি
নাম ছিল তাঁর ওমর।


হজরত আলী রা.

ধন ছিল না তাঁর
মন ছিল উদার—
বিশ্বনবির হাতটি ধরে
প্রিয় হলেন খুদার।

চারখলিফার মধ্যমণি
জ্ঞানগরিমার বিশাল খনি
দেখতে সাদামাটা—
রাস্তা দিয়ে হেঁটে গেলে
সরিয়ে দিতেন কাঁটা।

যুদ্ধ করে হকের পথে
দ্বীন কায়েমে নবির মতে
ছিলেন অবিচল—
সভ্য-প্রীতির কারক তিনি
ন্যায় ও নীতির ধারক তিনি
সদা হাস্যোজ্জ্বল।



Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর