শীতের দিনে ঘরে ঘরে
বানায় হরেক পিঠা,
খেজুরের গুড় দিলে পিঠায়
লাগে অনেক মিঠা।
আমার কাছে চিতল পিঠা
দারুণ মজা লাগে,
পিঠার সাথে মিঠা হলে
হাতটা বাড়াই আগে।
শীতের কালে সবার ঘরে
পিঠার আমেজ চলে,
যুবক বৃদ্ধ সবাই শুধু
পিঠার কথা বলে।
এমএইচএস
শীতের দিনে ঘরে ঘরে
বানায় হরেক পিঠা,
খেজুরের গুড় দিলে পিঠায়
লাগে অনেক মিঠা।
আমার কাছে চিতল পিঠা
দারুণ মজা লাগে,
পিঠার সাথে মিঠা হলে
হাতটা বাড়াই আগে।
শীতের কালে সবার ঘরে
পিঠার আমেজ চলে,
যুবক বৃদ্ধ সবাই শুধু
পিঠার কথা বলে।
এমএইচএস