স্বাধীন পাখি স্বাধীন পাখি
সাদা কবুতর,
বিজয় দিবস, ছাড়বো তোমায়
সকাল সকাল ভোর।
সাদাকালো ডানা ভেঙে
পড়েছিলে বন্য।
তুলে নিলাম তোমায় আমি
বিজয় দিনের জন্য।
আমার সাথে ছিলে তুমি
বন্ধু হয়ে ক্ষণে,
স্বাধীন দেশে মুক্ত হয়ে
যাবে তুমি বনে।
তোমার সাথে বেঁধে দিলাম
লাল সবুজের ঘুড়ি,
বাংলাদেশের আকাশ জুড়ে
যাচ্ছ তুমি উরি।
এমএইচএস