Logo

জীবনানন্দ

কবিতা

প্রেম পদাবলি

Icon

রুদ্র মুহাম্মদ আনারুল

প্রকাশ: ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ১৪:২৫

প্রেম পদাবলি

১.

চিঠি

কাঁপা হাতে লেখা চিঠি
কত কথা গল্প আঁকি
দেবো দেবো হয় না দেওয়া
বই মলাটে লুকিয়ে রাখি।

২. 

পারিজাত সমীপেষু

দিনগুলি খসে পড়ে
তাকাও চোখের পানে
বলে দাও ভালোবাসি
ওগো,পারিজাত পাখি! 

ভীরু লাজুক কল্প-আঁখি
দূর নয় কাছাকাছি
মুঠোভরা সুরভি তোমার
বুক পকেটে আগলে রাখি। 

৩. 

প্রার্থনা

রূপসায় ভাসে জীবনানন্দ
ভৈরব বুকে রবীন্দ্রনাথ
একটা নদী দিয়ো আমায়
চোখ যে রাঙায় দীর্ঘশ্বাস। 

৪. 

পরাণের কথা

এমন জোইছনা রাতে
কিছু কথা কই তোরে
বুকে রাখ্ মাথা
কিছু রঙ মেখে নে
না দিয়ে ব্যথা। 

এই যে নদীটা দেখো
পাড় ভাঙে,উঠোন ভাঙে
ভাঙে ঘর শত শত
তার থ্যাইক্কা ব্যথা লাগে
কটু কথা কস্ যত। 

তুমি আমারে কষ্ট দিয়া
পাও কি তবে সুখ?
ক্যান বুঝো না তুমি
এই যে এখানে জ্বলে আগুন
ছুঁইয়া দেখো বুক।

এমএইচএস

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর