Logo

জীবনানন্দ

‘যে মৃত্যু বিপ্লবী সে ধ্রুপদী’ বইয়ের মোড়ক উন্মোচন

Icon

জীবনানন্দ ডেস্ক

প্রকাশ: ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ১০:০০

‘যে মৃত্যু বিপ্লবী সে ধ্রুপদী’ বইয়ের মোড়ক উন্মোচন

বাংলাদেশের খবর

অমর একুশে বই মেলায় প্রকাশিত হয়েছে দেশবরেণ্য ১২ জন কবির সমন্বয়ে গঠিত কাব্যগ্রন্থ 'যে মৃত্যু বিপ্লবী সে ধ্রুপদী'। 

জুলাই আন্দোলনের গণঅভ্যুত্থানকে কেন্দ্র করে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম সেন্টার ফ্রান্সের সম্পাদনায় এই গ্রন্থটি প্রকাশিত হয়েছে।

রোববার (২৩ ফেব্রুয়ারি) বইটির মোড়ক উন্মোচন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বারাকা গ্রুপের চেয়ারম্যান ফয়সাল আহমেদ চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক উপপ্রেস সচিব তৈমুর হোসেন বিপুল, অধ্যাপক ডা. মিলন কিবরিয়া, কবি ইফতেখার মাহমুদ হেলিম এবং সিলেট বিভাগীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সোহেল আহমেদ।

কাব্যগ্রন্থটিতে জুলাই আন্দোলনের বিভিন্ন অজানা দিক তুলে ধরা হয়েছে। এটি প্রকাশ করেছে স্টুডেন্ট ওয়েজ প্রকাশনী এবং মেলায় ১০ নম্বর স্টলে পাওয়া যাচ্ছে।

এফএটি/এমআই 

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর