ফ্যাসিবাদ এখনো আতঙ্ক জারি রেখেছে : ফারুক ওয়াসিফ
বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ০৭ ডিসেম্বর ২০২৪, ১৪:৪১
ফ্যাসিবাদ এখনো আতঙ্ক জারি রেখেছে বলে মন্তব্য করেছেন প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) মহাপরিচালক (ডিজি) ফারুক ওয়াসিফ।
শনিবার (৭ ডিসেম্বর) সকাল ১০টায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ‘গণআকাঙ্ক্ষা, গণঅভুত্থান, প্রত্যাশা ও প্রাপ্তি : বর্তমান পরিস্থিতি পর্যালোচনা’ শীর্ষক আলোচনায় তিনি এ মন্তব্য করেন।
ফারুক ওয়াসিফ বলেন, ‘ফ্যাসিবাদ আমাদের পেছনে এখনো একটা আতঙ্ক তৈরি করছে, ভীতি জারি রেখেছে। বিভিন্ন রূপে আওয়ামী লীগ মাঠে নামার চেষ্টা করছে। দেখা যাচ্ছে ব্যাটারিচালিত রিকশাশ্রমিক সেজে ছাত্রলীগ-যুবলীগ মাঠে নেমেছে। তারা অস্থিতিশীলতা তৈরি করছে। তারা আনসারের ছদ্মবেশে আসছে। এখন তারা ভারতীয় মিডিয়ার গুজবের মধ্য দিয়ে আসছে। এ ধরনের পরিস্থিতি যখন চলছে, তখন একটা সরকার দৃঢ় পদক্ষেপে নতুন ফ্রন্ট খুলতে পারে না।’
তিনি আরও বলেন, ‘কেউ দলীয়ভাবে সরকারে আসেননি। ফলে তারা ব্যক্তিগতভাবে কাজ করছেন। এতে ভুলভ্রান্তি নিশ্চয়ই হচ্ছে, হবে। সেটা সামাল দেওয়ার জন্য উপযুক্ত সংগঠন দরকার।’
ছাত্র-জনতার কোয়ালিশন চোখের মণির মতো রক্ষা করা দরকার উল্লেখ করে তিনি বলেন, ‘এই যে লতায় পাতায় লুটপাটতন্ত্র- সেটাই ফ্যাসিবাদ। এখনো তা টিকে আছে, জারি আছে। এটা যদি আমরা ভাঙতে না পারি, তাহলে আমাদের সংস্কারও একটা গতানুগতিক কথার মধ্যে শেষ হয়ে যাবে। ছাত্র-জনতার একটা কোয়ালিশন হয়েছে, তা চোখের মণির মতো রক্ষা করা দরকার। এদের শানিত করা দরকার।’
পিআইবি মহাপরিচালক বলেন, ‘গণঅভ্যুত্থানের মুখে যে ঠুলি, তা খুলে চলমান রাখতে হবে। আমরা যদি বিজয়ী হতে পারি, গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করতে পারি, তাহলে বিশ্বের বিভিন্ন দেশ অনুপ্রেরণা পাবে। আর যদি আমরা ব্যর্থ হই, তাহলে বিশ্বও আর এমন গণতান্ত্রিক লড়াইয়ের প্রেরণা পাবে না।’
এনকেবি/ডিআর/এমজে/এনআর