Logo
Logo

গণমাধ্যম

যাত্রা শুরু করল ‘অনলাইন এডিটরস অ্যালায়েন্স’

Icon

ডিজিটাল ডেস্ক

প্রকাশ: ১৩ ডিসেম্বর ২০২৪, ০৮:২৬

যাত্রা শুরু করল ‘অনলাইন এডিটরস অ্যালায়েন্স’

ছবি : সংগৃহীত

দেশের শীর্ষ অনলাইন এবং ডিজিটাল প্ল্যাটফর্মের ইনচার্জ ও এডিটরদের নিয়ে গঠিত হলো ‘অনলাইন এডিটরস অ্যালায়েন্স’। অনলাইন সাংবাদিকতায় সমন্বয় বৃদ্ধি, অভিজ্ঞতা বিনিময় ও দক্ষতা উন্নয়নের লক্ষ্যে এ অ্যালায়েন্স নতুন দিগন্ত উন্মোচন করবে বলে আশা করা হচ্ছে। 

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) সন্ধ্যায় রাজধানীর কারওয়ান বাজারের রেইনি রুফ রেস্টুরেন্টে এক জমকালো আয়োজনে অ্যালায়েন্সের যাত্রা শুরু হয়। শীতের পিঠার স্বাদ ও নৈশভোজের উষ্ণতায় এ অনুষ্ঠানে এক বছর মেয়াদী প্রথম কমিটি ঘোষণা করা হয়। 

কমিটিতে নেতৃত্বে রয়েছেন যারা- 

সভাপতি : নয়া দিগন্তের হাসান শরীফ। 

সহসভাপতি : বাংলানিউজের লুৎফর রহমান হিমেল ও জাগো নিউজের কে এম জিয়াউল হক। 

সাধারণ সম্পাদক : ভোরের কাগজের মিজানুর রহমান সোহেল। 

যুগ্ম সাধারণ সম্পাদক : আরটিভির কবির আহমেদ ও ডিবিসির কামরুল ইসলাম রুবেল। 

সাংগঠনিক সম্পাদক : কালবেলার পলাশ মাহমুদ। 

সহসাংগঠনিক সম্পাদক : ইত্তেফাকের শরাফত হোসেন। 

অর্থ সম্পাদক : আমাদের সময়ের মঈন বকুল। 

অফিস সম্পাদক : দীপ্ত টিভির মৃন্ময় মাসুদ। 

নির্বাহী সদস্য হিসেবে আছেন কালের কণ্ঠের আনিসুর বুলবুল, ডেইলি স্টারের আজাদ বেগ, বার্তা২৪-এর মানসুরা চামেলীসহ আরও অনেকে। 

কমিটির সদস্য হিসেবে আছেন- 

আরটিভির বিপুল হাসান, দৈনিক প্রতিদিনের বাংলাদেশের এস. এম. আমানুর রাফাত, দৈনিক ইত্তেফাকের একেএম ইমরানুল হক, ডেইলি বাংলাদেশের রনি রেজা, দৈনিক মানবকণ্ঠের ফরহাদ হোসেন, দৈনিক খবরের কাগজের গোলাম রাব্বানী, একুশে টেলিভিশনের রিয়াজ উদ্দীন, গাজী টেলিভিশনের মাহমুদ সোহেল, ডেইলি সানের মৌদুদ সুজন, বে অব বেঙ্গল পোস্টের গোলাম জাকারিয়া, এশিয়ান টিভির আরিফুর রহমান, দেশ রূপান্তরের আপেল মাহমুদ, মানবজমিনের সাজিদ হক, দেশ টিভির মনিরুজ্জামান, দেশ রূপান্তরের মাহতাব হোসেন, এটিএন বাংলার মো. রাশেদ সিদ্দিক, দৈনিক ইনকিলাবের এস এ রহমান গালিব, বাংলাভিশনের রিয়াজুল আলম রাব্বী, ভোরের কাগজের এইচ এম নাহিয়ান, নাগরিক টেলিভিশনের মবিন হোসেন, নয়া দিগন্তের যুবরাজ ফয়সাল, বার্তা বাজারের নাসির উদ্দিন পাটোয়ারী, দ্য নিউজ টোয়েন্টিফোরের রুদ্র মিজান, দৈনিক যুগান্তরের যোবায়ের আহসান জাবের ও আতাউর রহমান। 

লক্ষ্য ও ভবিষ্যৎ পরিকল্পনা 

সংগঠনটি দেশের অনলাইন সাংবাদিকতাকে আরও সংগঠিত ও কার্যকর করতে কাজ করবে। 

দেশের প্রথম শ্রেণির যে কোনো সংবাদ মাধ্যমের অনলাইন এবং ডিজিটাল বা মাল্টিমিডিয়ার প্রধানরা সদস্য হতে পারবেন বলে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে।

এইচকে/এসবি

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর