‘শোবিজ সিক্সার্স’র স্পনসর হলো প্রযুক্তির সহযোদ্ধা কোডমলি
ডিজিটাল ডেস্ক
প্রকাশ: ১৭ ডিসেম্বর ২০২৪, ১৬:২১
‘মাল্টিমিডিয়া জার্নালিস্ট ক্রিকেট টুর্নামেন্ট সিজন ২.০’ মঙ্গলবার (১৭ ডিসেম্বর) মাঠে গড়িয়েছে। আগামী বৃহস্পতিবার ফাইনাল ম্যাচের মধ্য দিয়ে টুর্নামেন্ট শেষ হবে।
টুর্নামেন্টের সব ম্যাচ ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল ক্রিকেট গ্রাউন্ডে অনুষ্ঠিত হবে। দুই গ্রুপে মোট ৮টি দল এবারের আসরে অংশ নিয়েছে। এরমধ্যে ‘শোবিজ সিক্সার্স’ অন্যতম।
মঙ্গলবার সকালে জগন্নাথ হল ক্রিকেট গ্রাউন্ডে ‘শোবিজ সিক্সার্স’ টিমের স্পনসর হিসেবে চুক্তিপত্রে স্বাক্ষর করেছে প্রযুক্তির সহযোদ্ধা ‘কোডমলি’। এ সময় জার্সি উন্মোচন ও ফটোসেশনের মাধ্যমে স্পনসর হিসেবে আনুষ্ঠানিক ঘোষণা দেয় প্রতিষ্ঠানটি। উপস্থিত ছিলেন কোডমলির সিইও মো. মনিরুল ইসলাম শাওন, গাজী টিভির সিনিয়র বিনোদন সাংবাদিক রাজন হাসান, ‘শোবিজ সিক্সার্স’ অধিনায়ক মাসুম জয়সহ টিমের অন্যরা।
‘শোবিজ সিক্সার্স’র খেলোয়াড়রা হলেন- বাংলাদেশ প্রতিদিনের সিনিয়র মাল্টিমিডিয়া রিপোর্টার মাসুম জয়, দৈনিক আমাদের সময়ের মাল্টিমিডিয়া ইনচার্জ মোহাম্মদ জাকারিয়া (সহঅধিনায়ক); চ্যানেল আইয়ের সিনিয়র কন্টেন্ট ক্রিয়েটর তানভীর লিমন, ইবন সাঈদ অঙ্গকুর, রায়হান প্রধানী, সিনিয়র এক্সিকিউটিভ (ডিজিটাল) রাকিব রাব্বানী। দেশ টিভির ডিজিটাল রিপোর্টার এ আর এম সাদাত, ঢাকা এজ-এর রিপোর্টার মো. সজিব, বাংলাদেশ প্রতিদিনের মাল্টিমিডিয়া রিপোর্টার মো. নাজমুল হক, সোশাল মিডিয়া এক্সিকিউটিভ শরিফুল ইসলাম, ভিডিও এডিটর আরাফ আহমেদ ও আল রশিদ জনি; ডেইলি একাত্তরের রিপোর্টার আব্দুল আলিম, প্রথম আলোর জাকারিয়া মৃর্ধা কনটেন্ট ক্রিয়েটর; মাল্টিমিডিয়া রিপোর্টার মুন্না চন্দ্র দাস ও যায়যায়দিনের সিনিয়র রিপোর্টার আব্দুল্লাহ আল মামুন (টিম ম্যানেজার)।
এ সময় কোডমলির সিইও মো. মনিরুল ইসলাম শাওন বলেন, ‘তথ্যপ্রযুক্তির পাশাপাশি ক্রিড়াঙ্গনেও এগিয়ে এসেছে কোডমলি। এই টুর্নামেন্টে শোবিজ সিক্সার্সের পাশে দাঁড়াতে পেরে আমরা আনন্দিত।
এইচকে/এমবি