Logo
Logo

গণমাধ্যম

বিআইজেএফ’র সভাপতি হিটলার, সম্পাদক সাব্বিন

Icon

বাংলাদেশের খবর

প্রকাশ: ২১ ডিসেম্বর ২০২৪, ১৪:৪১

বিআইজেএফ’র সভাপতি হিটলার, সম্পাদক সাব্বিন

বাংলাদেশ আইসিটি জার্নালিস্ট ফোরামের (বিআইজেএফ) সভাপতি নির্বাচিত হয়েছেন ইনফোটেকইনসাইট ডটকমের সম্পাদক মো. এ হালিম (হিটলার এ হালিম) ও সাধারণ সম্পাদক হয়েছেন দৈনিক সমকালের ডিজিটাল গ্রোথ এডিটর সাব্বিন হাসান।

শুক্রবার (২০ ডিসেম্বর) রাজধানীর কারওয়ান বাজারে ভিশন-২০২১ টাওয়ারের দিনভর নির্বাচন শেষে রাতে এই ফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার এস এম ইকবাল।

এর আগে সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলা নির্বাচনে ৬৭ জন ভোটারের মধ্যে ৬৪ জন ভোট প্রদান করেন। বিআইজেএফ’র ২০২৪-২৬ মেয়াদের কার্যনির্বাহী কমিটির এই নির্বাচনে ৯টি পদে ১৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।

নির্বাচনে সভাপতি পদে ইনফোটেকইনসাইট ডটকমের সম্পাদক মো. এ হালিম (হিটলার এ হালিম) পেয়েছেন ৪২ ভোট, অপর প্রতিদ্বন্দ্বী দৈনিক সমকালের হাসান জাকির পেয়েছেন ২২ ভোট। অন্যদিকে সাধারণ সম্পাদক পদে দৈনিক সমকালের ডিজিটাল গ্রোথ এডিটর সাব্বিন হাসান ৩৯ ভোট পেয়ে জয়ী হয়েছেন, তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী ভোরের কাগজের হেড অব অনলাইন মিজানুর রহমান সোহেল পেয়েছেন ২৫ ভোট।

সহসভাপতি পদে কম্পিউটার বিচিত্রার সম্পাদক ভূঁইয়া ইনাম লেলিন ৪৬ ভোট পেয়ে জয়ী হয়েছেন। যুগ্ম সাধারণ সম্পাদক পদে চ্যানেল ২৪ এর স্টাফ রিপোর্টার এনামুল হক ৪৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।

বিজয়ী অন্যরা হলেন- সাংগঠনিক সম্পাদক ইনডিপেনডেন্ট টেলিভিশনের সিনিয়র সাব এডিটর মো. তৌহিদুল ইসলাম তুষার (৪৫ ভোট), কোষাধ্যক্ষ বিজটেক ২৪ ডটকমের বিশেষ প্রতিনিধি মো. সাইফুল ইসলাম (বিনা প্রতিদ্বন্দ্বিতায়), প্রকাশনা ও গবেষণা সম্পাদক টেকসংবাদ ডটকম ডটবিডির সম্পাদক মো. মাহবুবুর রহমান (২৫ ভোট) এবং নির্বাহী সদস্য মান্থলি টেকওয়ার্ল্ডের সম্পাদক নাজনীন নাহার (৬১ ভোট) ও দৈনিক ডিজিটাল সময়ের মো. এনামুল করিম (৪০ ভোট)।

এমবি/এমএইচএস

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর