Logo
Logo

গণমাধ্যম

বিটিভির প্যাকেজ প্রিভিউ কমিটি পুনর্গঠন

Icon

বিনোদন প্রতিবেদক

প্রকাশ: ২২ ডিসেম্বর ২০২৪, ১৫:২২

বিটিভির প্যাকেজ প্রিভিউ কমিটি পুনর্গঠন

বেসরকারি উদ্যোগে নির্মিত বিভিন্ন প্যাকেজ অনুষ্ঠান প্রিভিউ করার লক্ষ্যে বাংলাদেশ টেলিভিশনের জন্য ‘প্যাকেজ প্রিভিউ কমিটি’ পুনর্গঠন করেছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। রোববার (২২ ডিসেম্বর) মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ কমিটির নতুন কাঠামো ঘোষণা করা হয়।

নতুন কমিটির সভাপতি হিসেবে থাকবেন বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালক। এ ছাড়া কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন অভিনেত্রী ইলোরা গহর, নির্মাতা রাজীব সালেহীন, অভিনেতা শাহেদ শরীফ খান, নৃত্যশিল্পী ফারহানা চৌধুরী বেবী ও লেখক ও নাট্যকার অপূর্ণ রুবেলসহ অনেকে।

কমিটির কার্যপরিধি অনুযায়ী, বহিরাগত নির্মাতাদের অনুষ্ঠান যাচাই-বাছাই করে প্রচার উপযোগিতা সম্পর্কে সুপারিশ প্রদান করবে। সভাপতির অনুপস্থিতিতে তার মনোনীত প্রতিনিধি সভায় সভাপতিত্ব করবেন। কমিটির কমপক্ষে আটজন সদস্য উপস্থিত থাকলে সভার কোরাম পূর্ণ হবে। বাংলাদেশ টেলিভিশনের কোনো ‘সম্মানিত সদস্য’ বেসরকারি উদ্যোগে বিটিভির জন্য অনুষ্ঠান নির্মাণে অংশগ্রহণ করতে পারবেন না। 

এ ছাড়া কমিটির কোনো সদস্য বিটিভির নিজস্ব প্রযোজনায় অংশ নিতে চাইলে সভাপতির অনুমোদন নিতে হবে।

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের ৫ সেপ্টেম্বরের পূর্ববর্তী প্রজ্ঞাপনটি বাতিল করে এই নতুন আদেশ অবিলম্বে কার্যকর করা হয়েছে।

এফএটি/এমজে

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর