Logo

গণমাধ্যম

সাংবাদিকদের অ্যাক্রিডিটেশন কার্ড বাতিলের সিদ্ধান্তে ডিইউজের উদ্বেগ

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ২৮ ডিসেম্বর ২০২৪, ১৯:৪৫

সাংবাদিকদের অ্যাক্রিডিটেশন কার্ড বাতিলের সিদ্ধান্তে ডিইউজের উদ্বেগ

ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) পেশাগত কাজে সাংবাদিকদের সচিবালয়ে প্রবেশের জন্য নির্ধারিত অ্যাক্রিডিটেশন কার্ড বাতিলের সরকারের সিদ্ধান্তে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে।

শনিবার (২৮ ডিসেম্বর ২০২৪) ডিইউজে সভাপতি সোহেল হায়দার চৌধুরী এবং সাধারণ সম্পাদক আকতার হোসেন এক যৌথ বিবৃতিতে সরকারের এই সিদ্ধান্ত পুনর্বিবেচনার অনুরোধ জানিয়ে উদ্বেগ প্রকাশ করেন।

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, এই সিদ্ধান্ত স্বাধীন সাংবাদিকতার জন্য হুমকি স্বরূপ এবং সরকারের এই পদক্ষেপ সংবাদ মাধ্যমের অবাধ তথ্য প্রবাহ ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতাকে বাধাগ্রস্ত করবে। তাদের দাবি, স্বাধীন সাংবাদিকতার পরিবেশ সৃষ্টি করা জরুরি, যা গণতান্ত্রিক রাষ্ট্রের জন্য অপরিহার্য।

ডিইউজে সভাপতি ও সাধারণ সম্পাদক আরও বলেন, সরকারের এই সিদ্ধান্ত সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে বাধা সৃষ্টি করবে, যা কখনোই কাম্য নয়।

এছাড়া, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের পক্ষ থেকে দুই শতাধিক সাংবাদিকের অ্যাক্রিডিটেশন কার্ড বাতিলের ঘটনার পর ডিইউজে এই পদক্ষেপের বিরুদ্ধে আরও উদ্বেগ ও প্রতিবাদ জানিয়েছে।

এইচকে/এমএইচএস

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর