Logo

গণমাধ্যম

‘সাগর-রুনি হত্যার বিচারের নামে প্রহসন চলছে’

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ১১ ফেব্রুয়ারি ২০২৫, ১৪:১৮

‘সাগর-রুনি হত্যার বিচারের নামে প্রহসন চলছে’

আলোচিত সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যার বিচারের নামে প্রহসন চলছে জানিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন সাংবাদিক নেতৃবৃন্দ। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) সাগর-রুনি হত্যাকাণ্ডের ১৩ বছরেও বিচার না হওয়ার প্রতিবাদে ঢাকা রির্পোটার্স ইউনিটি আয়োজিত প্রতিবাদ সমাবেশে সাংবাদিকরা ক্ষোভ প্রকাশ করেন। 

সাংবাদিক নেতারা বলেন, ‘সাগর-রুনি হত্যার ১৩ বছর পেরিয়ে গেলেও বিচার হয়নি। মামলার তদন্ত প্রতিবেদন এখন পর্যন্ত ১১৫ বার পিছিয়েছে। বারবার পরিবর্তন করা হচ্ছে তদন্ত সংস্থা। এসব বিচারহীনতার আলামত। বিচারের নামে প্রহসন চলছে। বিচারহীনতার সংস্কৃতি ছিল ফ্যাসিস্ট শেখ হাসিনার সময়ে। এখন তো দেশে শেখ হাসিনা নেই। তাহলে সাগর-রুনি হত্যার বিচারকার্যে বাধা কোথায়?’

অন্তর্বর্তীকালীন সরকারকে উদ্দেশ্য করে সাংবাদিক নেতারা বলেন, ‘আপনারা কোনো দলীয় সরকার না। আপনারা চাইলেই সাগর-রুনি হত্যাকাণ্ডের বিচার করতে পারেন। সাংবাদিক সমাজ আপনাদের দিকে তাকিয়ে আছে। বহু রক্তের বিনিময়ে আপনাদের সরকার গঠিত হয়েছে। আপনারা সাগর-রুনির হত্যার বিচার করে প্রমাণ করুন আপনারা সত্যিকারের নিরপেক্ষ সরকার। আগামী ২ মার্চ সাগর-রুনি হত্যার মামলার প্রতিবেদন দাখিলের দিন ধার্য রয়েছে। আপনারা আর বিলম্ব না করে তদন্ত প্রতিবেদন দাখিল করুন।’ 

সাংবাদিকদের কোনো নিরাপত্তা নেই উল্লেখ করে তারা আরও বলেন, ‘রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ বলা হয় সাংবাদিকদের, তারাই আছেন নিরাপত্তাহীনতায়। যে সরকার এসেছে সে সরকারই সাংবাদিকদের দমিয়ে রাখতে চেয়েছে। সাংবাদিকদের দমিয়ে রেখে কোনো দেশে আইনের শাসন প্রতিষ্ঠা হতে পারে না।’

অবিলম্বে সাগর-রুনিসহ সারাদেশে সংঘটিত সাংবাদিক হত্যাকাণ্ডের বিচার করার আহ্বান জানান সাংবাদিক নেতৃবৃন্দ। একই সাথে সাগর-রুনি হত্যাকাণ্ডের বিচারের দাবিতে সংগ্রাম পরিষদ গঠনের দাবি জানান। 

প্রতিবাদ সমাবেশে ঢাকা রির্পোটার্স ইউনিটির আবু সালেহ আকন জানান, বুধবার (১২ ফেব্রুয়ারি) সাগর-রুনির হত্যার বিচারের দাবিতে স্বরাষ্ট্র উপদেষ্টা বারবার স্মারকলিপি প্রদান করা হবে। 

প্রতিবাদ সমাবেশে ঢাকা রির্পোটার্স ইউনিটির আবু সালেহ আকনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন রির্পোটার্স ইউনিটি, ঢাকা সাংবাদিক ইউনিয়ন, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন সাবেক-বর্তমান নেতৃবৃন্দ। প্রতিবাদ সমাবেশে সঞ্চালনা করেন ঢাকা রির্পোটার্স ইউনিটির সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল। 

উল্লেখ্য, ২০১২ সালের ১১ ফেব্রুয়ারি মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সারোয়ার ও এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মেহেরুন রুনিকে নিজ বাসায় হত্যা করা হয়। এরপর নিহত রুনির ভাই নওশের আলম রোমান শেরেবাংলা নগর থানায় একটি হত্যা মামলা করেন। 

এসআইবি/এমজে

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর