খোশরোজ কিতাব মহলের স্বত্বাধিকারী মহীউদ্দীন আহমদ আর নেই
বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ০২ ডিসেম্বর ২০২৪, ২১:৫৮
প্রতীকী ছবি
খোশরোজ কিতাব মহলের স্বত্বাধিকারী ও সাপ্তাহিক সোনার বাংলা পত্রিকার প্রতিষ্ঠাতা মহীউদ্দীন আহমদ ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
সোমবার (২ ডিসেম্বর) বিকেলে বার্ধক্যজনিত কারণে তাঁর মৃত্যু হয়। মরহুমের জানাজার নামাজ মঙ্গলবার (৩ ডিসেম্বর) বাদ জোহর রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় ইসলামিক রিসার্চ সেন্টার মাদ্রাসা প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে।
মহীউদ্দীন আহমদ ১৯৩৯ সালে খোশরোজ কিতাব মহল প্রতিষ্ঠা করেন। সুদীর্ঘ ৮৫ বছরের পথচলায় এই ঐতিহ্যবাহী প্রকাশনা প্রতিষ্ঠান সফলতার সাথে পাঠকসেবা দিয়ে যাচ্ছে। এটি আইন, রাজনৈতিক, ইতিহাস, ধর্মীয়, চাকরি, গল্প, উপন্যাস, জীবনী ও অনুবাদ গ্রন্থের এক নির্ভরযোগ্য প্রতিষ্ঠান।
ডিআর/ওএফ/এইচকে