Logo
Logo

জাতীয়

চিরনিদ্রায় শায়িত মহীউদ্দীন আহমদ

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ০৩ ডিসেম্বর ২০২৪, ২০:১৯

চিরনিদ্রায় শায়িত হলেন প্রখ্যাত প্রকাশনা প্রতিষ্ঠান খোশরোজ কিতাব মহলের স্বত্বাধিকারী ও গণমাধ্যম ব্যক্তিত্ব মহীউদ্দীন আহমদ। 

মঙ্গলবার (৩ ডিসেম্বর) বাদ জোহর রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় ইসলামিক রিসার্চ সেন্টার মাদ্রাসা প্রাঙ্গণে জানাজা শেষে বনানী কবরস্থানে তাঁকে দাফন করা হয়। মরহুমের নামাজে জানাজায় তাঁর আত্মীয়স্বজন ছাড়াও বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সোমবার (২ ডিসেম্বর) বিকেলে বার্ধক্যজনিত কারণে মৃত্যু হয় প্রকাশনা জগতের এই নক্ষত্রের। তাঁর বয়স হয়েছিল ১০৪ বছর। 

সাহিত্য ও সাংবাদিকতায় উল্লেখযোগ্য অবদান রেখেছেন মহীউদ্দীন আহমদ। স্বাধীনতার আগে প্রকাশিত দৈনিক ‘জিহাদ’ পত্রিকার প্রকাশক ছিলেন তিনি। ‘স্বাধীনতা’ নামে পত্রিকা প্রকাশ করে তৎকালে কারাভোগ করেন। এ ছাড়া সাপ্তাহিক ‘সোনার বাংলা’ পত্রিকার প্রতিষ্ঠাতাও ছিলেন এই প্রজ্ঞাবান ব্যক্তিত্ব। 

বনানী কবরস্থানে মহীউদ্দীন আহমদকে দাফন করা হয় | ছবি : বাংলাদেশের খবর 

সংবাদপত্রের পাশাপাশি বই প্রকাশনায়ও উল্লেখযোগ্য ভূমিকা রাখেন এই কর্মবীর। ১৯৩৯ সালে তিনি খোশরোজ কিতাব মহল প্রতিষ্ঠা করেন। সুদীর্ঘ ৮৫ বছরের পথচলায় দেশের শীর্ষ স্থানীয় এই ঐতিহ্যবাহী প্রকাশনা প্রতিষ্ঠান সফলতার সাথে পাঠকসেবা দিয়ে যাচ্ছে। 

মহীউদ্দীন আহমদ তাঁর দীর্ঘ কর্মময় জীবনের শেষ দিন পর্যন্ত কাজ করে গেছেন। তাঁর মৃত্যুতে প্রকাশনা ও সাংবাদিকতা অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। 

পিডিআর/এআরএস/এইচকে/এনআর/

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর