গ্রামীণফোনের ৩৪০০ কর্মীকে চাকরিচ্যুতির অভিযোগ, ৩ দফা দাবি
বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ০৮ ডিসেম্বর ২০২৪, ২১:৩০
দেশের শীর্ষ মোবাইল ফোন অপারেটর গ্রামীণফোনের বিরুদ্ধে প্রায় ৩ হাজার ৪০০ কর্মীকে চাকরিচ্যুতির অভিযোগ এনে তিন দফা দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছে ‘চাকরিচ্যুত ও অধিকারবঞ্চিত গ্রামীণফোন শ্রমিক ঐক্য পরিষদ’। রোববার (৮ ডিসেম্বর) রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় গ্রামীণফোনের প্রধান কার্যালয়ের সামনে এই অবস্থান কর্মসূচি পালিত হয়। এতে অন্তত ২৫ জন অংশ নেন।
চাকরিচ্যুতরা হাতে প্ল্যাকার্ড, ব্যানার ও ফেস্টুন নিয়ে জিপি কার্যালয়ের সামনে দাঁড়ান। এ সময় তারা ‘অবৈধ কর্মী ছাঁটাই মানি না মানব না; দুনিয়ার মজদুর এক হও, এক হও লড়াই কর;’সহ বিভিন্ন স্লোগান দেন।
অবস্থান কর্মসূচি থেকে বলা হয়, দেশের সবচেয়ে সফল ও লাভজনক এই টেলিকম কোম্পানি বিভিন্ন ধাপে এ পর্যন্ত প্রায় ৩ হাজার ৪০০ কর্মীকে বেআইনিভাবে চাকরিচ্যুত করেছে। চাকরিচ্যুতরা বলছেন, শুধু চাকরি নয়, এটি তাদের জীবনের সবকিছু কেড়ে নিয়েছে।
অবস্থান কর্মসূচি থেকে তিন দফা দাবি জানানো হয়। সেগুলো হলো-
১. চাকরিচ্যুতদেরকে পুনর্বহাল এবং পূর্ণ আর্থিক ও সামাজিক ক্ষতিপূরণ প্রদান।
২. বকেয়া বেতন বিলম্বিত লভ্যাংশের পেনাল্টিসহ দ্রুত প্রদান।
৩. গ্রামীণফোন কর্মকর্তাদের ক্ষমতার অপব্যবহার ও অত্যাচারের তদন্ত এবং দোষীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিশ্চিত করা।
এ বিষয়ে গ্রামীণফোন জানিয়েছে, কয়েকজন সাবেক কর্মী কিছু দাবি নিয়ে কার্যালয়ের সামনে উপস্থিত হয়েছিলেন। গ্রামীণফোন দেশের সকল আইন মেনে ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করে এবং কর্মীদের বিষয়ে যত্নবান। গ্রামীণফোন যথাযথ আইন অনুসরণ করে কর্মসংস্থানের শর্তাদি কঠোরভাবে রক্ষা করে।
এমএন/ডিআর/এইচকে/এনআর/