Logo
Logo

জাতীয়

সাহসিকতা ও বীরত্বে পদক পাচ্ছেন বিজিবির ৭২ সদস্য

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ১৫ ডিসেম্বর ২০২৪, ২১:২৬

সাহসিকতা ও বীরত্বে পদক পাচ্ছেন বিজিবির ৭২ সদস্য

ছবি : সংগৃহীত

২০২৪ সালে সাহসিকতা ও বীরত্বপূর্ণ কর্মকাণ্ডের জন্য বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর ৭২ জন সদস্যকে চারটি ক্যাটাগরিতে পদক প্রদান করা হবে। বিজিবির মহাপরিচালক (ডিজি) মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী এই তালিকায় শীর্ষে রয়েছেন।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সীমান্ত-১ শাখা রোববার (১৫ ডিসেম্বর) এক প্রজ্ঞাপন জারি করে পদকপ্রাপ্তদের তালিকা প্রকাশ করেছে।

পদকপ্রাপ্তদের চারটি ক্যাটাগরিতে পুরস্কৃত করা হবে :

বর্ডার গার্ড বাংলাদেশ পদক (বিজিবিএম) : ১১ জন

রাষ্ট্রপতি বর্ডার গার্ড পদক (পিবিজিএম) : ২৪ জন

বর্ডার গার্ড বাংলাদেশ পদক-সেবা (বিজিবিএমএস) : ১২ জন

রাষ্ট্রপতি বর্ডার গার্ড পদক-সেবা (পিবিজিএমএস) : ২৫ জন

প্রত্যেক ক্যাটাগরির পদকপ্রাপ্তদের জন্য নগদ অর্থ ও মাসিক বেতনের সঙ্গে অতিরিক্ত ভাতা ঘোষণা করা হয়েছে।

বিজিবিএম প্রাপ্তরা : নগদ এক লাখ টাকা ও প্রতি মাসে ১,৫০০ টাকা

পিবিজিএম প্রাপ্তরা: নগদ ৭৫ হাজার টাকা ও প্রতি মাসে ১,০০০ টাকা

বিজিবিএমএস প্রাপ্তরা: নগদ ৭৫ হাজার টাকা ও প্রতি মাসে ১,৫০০ টাকা

পিবিজিএমএস প্রাপ্তরা: নগদ ৫০ হাজার টাকা ও প্রতি মাসে ১,০০০ টাকা

এনএম/এআরএস

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর