‘জাতীয় কবিকে যতটুকু চর্চা করতে হয়, ১৫ বছর তা হয়নি’
ডিজিটাল ডেস্ক
প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৪, ১৬:০৯
’২৪-এর অভ্যুত্থানে আমাদের নজরুল’ শীর্ষক আলোচনা সভায় বক্তারা বলেছেন, ‘জাতীয় কবিকে যতটুকু চর্চা করতে হয়, ১৫ বছর তা হয়নি। রাষ্ট্রীয় সাংস্কৃতিক পরিমণ্ডলে সবচেয়ে বেশি রবীন্দ্র চর্চা দেখেছি। একজনকে শেখ হাসিনা সরকার বানিয়েছে রাজনৈতিক ঈশ্বর। এই ঈশ্বরের দাপটের কাছে নজরুলের মতো গণমানুষের প্রতিনিধিকে কখনো তুলে ধরা হয়নি।’
মঙ্গলবার (১৯ নভেম্বর) বিকেল সাড়ে ৩টায় বাংলা একাডেমির আবদুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন। সভাটির আয়োজন করে কবি নজরুল ইনস্টিটিউট।
বক্তারা আরও বলেন, ‘কাজী নজরুল ইসলাম জাতীয় কবি হওয়া সত্ত্বেও গত ১৫ বছরে বাংলাদেশের সাহিত্য-সংস্কৃতিতে তার চর্চা হয়নি। গণতান্ত্রিক সমাজ গঠনে সাংস্কৃতিক দিক থেকে নজরুল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন। তাই নতুন বাংলাদেশে নজরুলের চর্চা বাড়াতে হবে।’
সভায় বক্তব্য দেন, অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল, আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান, নজরুল গবেষক আব্দুল হাই শিকদার ও নির্বাচন সংস্কার কমিশনের সদস্য ডা. জাহেদ উর রহমান।
কথাসাহিত্যিক এহসান মাহমুদের সঞ্চালনায় আলোচনা সভায় সভাপতিত্ব করেন নজরুল ইনস্টিটিউটের পরিচালক লতিফুল ইসলাম শিবলী।
বক্তারা বলেন, ‘আমাদের সর্বক্ষেত্রে ভারতীয় আধিপত্যবাদ যেভাবে প্রতিষ্ঠা করা হয়েছে, তা অবিশ্বাস্য। এমনভাবে অনুপ্রবেশ করিয়েছে যে, বিয়েতে গেলে দেখা যায়, হিজাব পরা মেয়ে হিন্দি গানে নাচছে। ভারত আমাদের কোনো কিছু ফ্রি দেয় না, কিন্তু এতগুলো চ্যানেল কেন ফ্রি দিয়েছে, সে প্রশ্ন আমরা করতে ভুলে গিয়েছিলাম।’
কাজী নজরুলকে জনগণের সামনে নিয়ে আসার আহ্বান জানিয়ে বক্তারা বলেন, ‘গণতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠায় নজরুল সাংস্কৃতিক দিক থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন।’
এমইউ