Logo

জাতীয়

গ্যাসের মূল্যবৃদ্ধির জন্য গণশুনানি শুরু

Icon

বাংলাদেশ প্রতিবেদক

প্রকাশ: ২৬ ফেব্রুয়ারি ২০২৫, ১৪:১১

গ্যাসের মূল্যবৃদ্ধির জন্য গণশুনানি শুরু

ছবি : সংগৃহীত

বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজসম্পদ কর্পোরেশনসহ (পেট্রোবাংলা)  দেশের ছয়টি গ্যাস বিতরণ কোম্পানি গ্যাসের মূল্য বাড়ানোর প্রস্তাব দিয়েছে। এই প্রস্তাবের ভিত্তিতে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) গণশুনানি শুরু করেছে। 

বুধবার (২৬ ফেব্রুয়ারি) সকাল ১০টায় রাজধানীর বাংলামোটরের বিয়াম অডিটোরিয়ামে এ শুনানি শুরু হয়।  

বছরের শুরুতেই পেট্রোবাংলা পাইকারি গ্যাসের দাম বাড়ানোর প্রস্তাব করে এবং পরে তিতাস গ্যাসসহ সরকারি ছয়টি গ্যাস বিতরণ কোম্পানি গ্যাসের খুচরা দাম বাড়ানোর আবেদন জানায়। প্রস্তাবিত দামে, শিল্প কারখানায় ব্যবহৃত গ্যাসের দাম ৩০ টাকা থেকে বাড়িয়ে ৭৫ টাকা ৭২ পয়সা এবং ক্যাপটিভের দাম ৩১ টাকা ৫০ পয়সা থেকে বাড়িয়ে ৭৫ টাকা ৭২ পয়সা করা প্রস্তাব করা হয়েছে।  

এই দাম বাড়ানোর পেছনে মূল কারণ হিসেবে জানানো হয়েছে, এলএনজি (লিকুইফাইড ন্যাচারাল গ্যাস) আমদানি করতে সরকারকে বিশাল পরিমাণ ভর্তুকি দিতে হচ্ছে। বর্তমানে দেশের গ্যাসের চাহিদা ৪,০০০ মিলিয়ন ঘনফুট, তবে দেশি গ্যাস ফিল্ডগুলো থেকে পাওয়া যাচ্ছে অর্ধেক পরিমাণ গ্যাস, ফলে চাহিদা পূরণের জন্য এলএনজি আমদানি করা হচ্ছে।  

পেট্রোবাংলার প্রস্তাব অনুযায়ী, বর্তমানে প্রতি ঘনমিটার এলএনজির আমদানি মূল্য ৬৫ টাকা ৭০ পয়সা, যা ভ্যাট-ট্যাক্স ও অন্যান্য চার্জ যোগ করে ৭৫ টাকা ৭২ পয়সায় দাঁড়ায়। এজন্য দামের পার্থক্য কমাতে গ্যাসের মূল্য বাড়াতে হবে।

পেট্রোবাংলার প্রস্তাবের পর বিইআরসি বিতরণ কোম্পানিগুলোর কাছে প্রস্তাব চেয়ে চিঠি পাঠিয়েছে। কোম্পানিগুলো পেট্রোবাংলার নির্দেশনা অনুযায়ী তাদের প্রস্তাব জমা দিয়েছে এবং এখন বিইআরসির কারিগরি মূল্যায়ন কমিটি এসব প্রস্তাব যাচাই করছে।

ডিআর/এটিআর/এনএমএম

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর