Logo

জাতীয়

রমজানে সয়াবিন তেলের ঘাটতি থাকবে না : ধর্ম উপদেষ্টা

Icon

সিলেট ব্যুরো

প্রকাশ: ২৬ ফেব্রুয়ারি ২০২৫, ১৬:০৬

রমজানে সয়াবিন তেলের ঘাটতি থাকবে না : ধর্ম উপদেষ্টা

ছবি : বাংলাদেশের খবর

ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, হাওর এলাকার জীববৈচিত্র্য রক্ষায় মসজিদের সম্মানিত ইমামদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। নিজ নিজ অবস্থান থেকে ইমামদের আরও কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) সকালে সিলেট বিভাগীয় কমিশনার কার্যালয়ের সম্মেলনকক্ষে ইসলামিক ফাউন্ডেশন আয়োজিত হাওর অঞ্চলের প্রাকৃতিক পরিবেশের সুরক্ষা এবং জীববৈচিত্র্য সংরক্ষণ ও মানুষের জীবনমান উন্নয়নে ইমামদের ভূমিকা-শীর্ষক সেমিনারে তিনি এসব কথা বলেন।

সেমিনার শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ধর্ম উপদেষ্টা বলেন, পবিত্র রমজান মাসে বাজারে সয়াবিন তেলের ঘাটতি থাকবে না। ভোগ্যপণ্যের দাম যাতে না বাড়ে সেজন্য মোবাইল কোর্ট পরিচালনার পাশাপাশি থাকবে প্রয়োজনীয় তদারকি।

ড. খালিদ হোসেন আরও বলেন, পৃথিবীর বিভিন্ন দেশে রমজান মাস এলেই বাজারে নিত্যপণ্যের দাম কমে যায়। তবে বাংলাদেশে সিন্ডিকেট করে বাড়ানো হয়। নিম্ন আয়ের মানুষের জন্য বাজারে জিনিসপত্রের দাম সহনীয় পর্যায়ে রাখতে ভূমিকা রাখবে এ সরকার।

ভোগ্যপণ্যের দাম রমজান মাসে সাধারণ মানুষের নাগালে রাখতে ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান ধর্ম উপদেষ্টা।

সেমিনারে সভাপতিত্ব করেন সিলেট বিভাগীয় কমিশনার খান মো. রেজা উন নবী। এতে বিশেষ অতিথি ছিলেন সিলেট রেঞ্জের ডিআইজি মো. মুশফিকুর রহমান, সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি) কমিশনার মো. রেজাউল করিম (পিপিএম-সেবা) ও জেলা পুলিশ সুপার মোহাম্মদ মাহবুবুর রহমান প্রমুখ।

ডালিম/এমবি 

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর