Logo
Logo

জাতীয়

লিটারে ৫০ পয়সা কমল ডিজেল ও কেরোসিনের দাম

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ৩১ অক্টোবর ২০২৪, ১৫:১৩

লিটারে ৫০ পয়সা কমল ডিজেল ও কেরোসিনের দাম

ছবি : সংগৃহীত

লিটারে ৫০ পয়সা করে ডিজেল ও কেরোসিনের দাম কমিয়েছে অন্তবর্তী সরকার। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) জ্বালানি তেলের দাম সমন্বয় করে জ্বালানি ও খনিজসম্পদ বিভাগ থেকে  প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, নভেম্বর মাসের জন্য তুলনামূলক সাশ্রয়ী মূল্যে জ্বালানি তেল সরবরাহ নিশ্চিতে ডিজেলের লিটার ১০৫ টাকা ৫০ পয়সা থেকে ৫০ পয়সা কমিয়ে ১০৫ টাকা এবং কেরোসিনের লিটার ১০৫ টাকা ৫০ পয়সা থেকে ৫০ পয়সা কমিয়ে ১০৫ টাকা নির্ধারণ করা হয়েছে।

তবে প্রতি লিটার অকটেন ১২৫ টাকা এবং পেট্রোল ১২১ টাকা অপরিবর্তিত রয়েছে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

এটিআর/

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর