Logo

জাতীয়

নিরাপদে ঈদ পালনে ডিএমপির নির্দেশনা

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ১৯ মার্চ ২০২৫, ১৯:৩৩

নিরাপদে ঈদ পালনে ডিএমপির নির্দেশনা

ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) পবিত্র ঈদুল ফিতর উৎসব নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে এবং ঈদে বাসা-বাড়ি, বিভিন্ন প্রতিষ্ঠান ও বিপণিবিতানের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে সব প্রস্তুতি সম্পন্ন করেছে। এ উপলক্ষে নগরবাসীকে নিরাপত্তা সংক্রান্ত কিছু নির্দেশনা মেনে চলার অনুরোধ জানিয়েছে ডিএমপি।

ডিএমপির পক্ষ থেকে বলা হয়েছে, পুলিশকে সহায়তা করার জন্য ইতোমধ্যে ‘অক্সিলারি পুলিশ’ নিয়োজিত করা হয়েছে। তারা আইনশৃঙ্খলা রক্ষায় কার্যকর ভূমিকা রাখবে। এ ছাড়া নগরবাসীর জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে নিম্নলিখিত নির্দেশনাসমূহ মেনে চলার অনুরোধ করা হয়েছে:

১. নিরাপত্তা রক্ষীদের দায়িত্ব জোরদার করা
বাসা-বাড়ি, অ্যাপার্টমেন্ট, ব্যাংক-বীমাসহ বিভিন্ন প্রতিষ্ঠান ও বিপণিবিতানের নিরাপত্তা রক্ষীদের ডিউটি জোরদার করতে হবে। যেকোনো অবৈধ অনুপ্রবেশ রোধে দিন-রাত ২৪ ঘণ্টা নজরদারির ব্যবস্থা রাখতে হবে।

২. ছুটি ব্যবস্থাপনা
প্রতিষ্ঠানের সকল কর্মকর্তা-কর্মচারীকে একসাথে ছুটি না দিয়ে একটি অংশকে দায়িত্ব পালনে নিয়োজিত রাখা যেতে পারে, যাতে তারা প্রতিষ্ঠানের নিরাপত্তা ব্যবস্থা তদারক করতে পারে।

৩. দরজা-জানালা সুরক্ষিত করা
বাসা-বাড়ি ও প্রতিষ্ঠান ত্যাগের পূর্বে দরজা-জানালা সঠিকভাবে তালাবদ্ধ করে যেতে হবে। প্রয়োজনে একাধিক তালা ব্যবহার করা যেতে পারে। দরজা-জানালা দুর্বল থাকলে তা মেরামত করে সুরক্ষিত করতে হবে।

৪. সিসি ক্যামেরা স্থাপন
বাসা-বাড়ি, বিভিন্ন প্রতিষ্ঠান ও বিপণিবিতানে পর্যাপ্ত সংখ্যক সিসি ক্যামেরা স্থাপন করতে হবে এবং সেগুলো সচল রাখার বিষয়টি নিশ্চিত করতে হবে।

৫. অটোলক ও নিরাপত্তা অ্যালার্ম
বাসা-বাড়ির মূল দরজায় অটোলক ও নিরাপত্তা অ্যালার্মযুক্ত তালা ব্যবহার করা যেতে পারে। রাতে বাসা ও প্রতিষ্ঠানের চারপাশ পর্যাপ্ত আলোকিত রাখার ব্যবস্থা করতে হবে।

৬. মূল্যবান সামগ্রী সুরক্ষা
অর্থ, মূল্যবান সামগ্রী ও দলিল নিরাপদ স্থানে বা নিকট আত্মীয়ের হেফাজতে রেখে যেতে হবে। প্রয়োজনে ব্যাংক লকারের সহায়তা নেওয়া যেতে পারে।

৭. প্রতিবেশীর সহযোগিতা
বাসা-বাড়ি ত্যাগের পূর্বে প্রতিবেশী বা পাশের ফ্ল্যাটের অধিবাসীদের বাসার প্রতি লক্ষ্য রাখতে অনুরোধ করতে হবে এবং ফোনে নিয়মিত যোগাযোগ রাখতে হবে।

৮. ভাড়াটিয়াদের সতর্কতা
ভাড়াটিয়াদের বাসার মালিককে ঈদ উপলক্ষে বাসা ত্যাগের বিষয়টি আগেই অবহিত করতে হবে। অনুমতি ব্যতীত কেউ যেন বাসা বা প্রতিষ্ঠানে প্রবেশ করতে না পারে, সে বিষয়ে নিরাপত্তাকর্মীকে সতর্ক করতে হবে।

৯. ইলেকট্রিক ও গ্যাসের সুইচ বন্ধ করা
বাসা-বাড়ি বা প্রতিষ্ঠান ত্যাগের পূর্বে লাইট, ফ্যানসহ অন্যান্য ইলেকট্রিক লাইনের সুইচ, পানির ট্যাপ, গ্যাসের চুলা ইত্যাদি বন্ধ করা হয়েছে কিনা তা নিশ্চিত করতে হবে।

১০. গাছের শাখা-প্রশাখা কাটা
বাসার জানালা/দরজার পাশে কোনো গাছ থাকলে অবাঞ্ছিত শাখা-প্রশাখা কেটে ফেলতে হবে, যাতে অপরাধীরা গাছের শাখা-প্রশাখা ব্যবহার করে বাসায় প্রবেশ করতে না পারে।

১১. সন্দেহজনক ব্যক্তি সম্পর্কে সতর্কতা
মহল্লা/বাড়ির সামনে সন্দেহজনক কাউকে ঘোরাফেরা করতে দেখলে স্থানীয় পুলিশ ফাঁড়ি ও থানাকে অবহিত করতে হবে। ঈদে মহল্লা/বাসায় কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে থাকলে বা ঘটার সম্ভাবনা থাকলে তা স্থানীয় পুলিশ ফাঁড়ি ও থানাকে জানাতে হবে।

জরুরি প্রয়োজনে যোগাযোগের নম্বরসমূহ
ডিএমপি কন্ট্রোল রুম: ০১৩২০-০৩৭৮৪৫; ০১৩২০-০৩৭৮৪৬; ২২৩৩৮১১৮৮; ০২৪৭১১৯৯৯; ০২৯৬১৯৯৯৯। এ ছাড়া জাতীয় জরুরি সেবা : ৯৯৯।

ঢাকা মেট্রোপলিটন পুলিশ মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান জানান, ঢাকা মহানগরবাসীর সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে ও জানমাল রক্ষায় ডিএমপি দৃঢ় প্রতিশ্রুতিবদ্ধ। এ ক্ষেত্রে নগরবাসীর আন্তরিক সহযোগিতা কামনা করেছেন তিনি।

ডিআর/বিএইচ/এমজে

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর