তোমরাই রাষ্ট্রের অভিভাবক : শিক্ষার্থীদের প্রধান উপদেষ্টা
বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ০৪ ডিসেম্বর ২০২৪, ০০:০৩
‘তোমরাই রাষ্ট্রের অভিভাবক, তোমাদের কারণেই রাষ্ট্র। নিজেদের দায়িত্ব ভুলে যেও না।’ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময়কালে শিক্ষার্থীদের উদ্দেশে একথা বলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।
মঙ্গলবার (৩ ডিসেম্বর) সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় তিনি শিক্ষার্থীদের দাবিদাওয়া মনোযোগ দিয়ে শোনেন এবং তাদের ভূমিকাকে দেশের ভবিষ্যৎ গঠনে অপরিহার্য বলে উল্লেখ করেন।
শিক্ষার্থীরা দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, শহীদদের রাষ্ট্রীয় সম্মান প্রদান, আহতদের সুচিকিৎসা, শিক্ষাব্যবস্থায় সংস্কার এবং সরকারের বিরুদ্ধে অপপ্রচারের বিষয়গুলো নিয়ে উদ্বেগ প্রকাশ করেন।
দ্রব্যমূল্যের উর্ধ্বগতি নিয়ে শিক্ষার্থীদের উদ্বেগের প্রেক্ষিতে প্রধান উপদেষ্টা বলেন, সিন্ডিকেটের হাতে বাজারমূল্য নিয়ন্ত্রিত হতে পারে না। দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে আমরা সর্বোচ্চ চেষ্টা করছি। রমজানেও যেন কোনো অস্বাভাবিক পরিস্থিতি সৃষ্টি না হয়, তা নিশ্চিত করা হবে।
পাবলিক বিশ্ববিদ্যালয়ে নারী শিক্ষার্থীদের জন্য পর্যাপ্ত আবাসনের দাবিকে সমর্থন জানিয়ে তিনি বলেন, আজ বিশ্ববিদ্যালয়ে নারী শিক্ষার্থীর সংখ্যা প্রায় ৫২ শতাংশ। এটি অত্যন্ত ইতিবাচক। শিক্ষার পরিবেশ নষ্ট হতে দেওয়া যাবে না। রাজনৈতিক বলয়ের দাসত্ব এখন ভেঙে গেছে, এটিকে স্থায়ী করতে হবে।
শিক্ষাব্যবস্থায় সংস্কারের বিষয়ে প্রধান উপদেষ্টা বলেন, শিক্ষাব্যবস্থাকে পরিকল্পিতভাবে ধ্বংস করা হয়েছিল। দক্ষ মানবসম্পদ গড়ে তোলার জন্য এই পরিস্থিতি পরিবর্তন করতে হবে। তরুণদের দক্ষ করে তুলতে বড় ধরনের সংস্কার প্রয়োজন।
শিক্ষার্থীরা গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে সরকারের বিরুদ্ধে অপপ্রচার নিয়ে তাদের উদ্বেগ প্রকাশ করে। জবাবে অধ্যাপক ইউনূস বলেন, সরকার গণমাধ্যম নিয়ন্ত্রণ করবে না। সংবাদমাধ্যম স্বাধীনভাবে কাজ করবে—এটাই আমাদের নীতি। তবে এটি মন খারাপের মতো যে সরকারের কাজ মানুষের কাছে সঠিকভাবে পৌঁছাচ্ছে না। আমরা এ নিয়ে কাজ করছি।
শিক্ষার্থীদের ভূমিকার প্রশংসা করে প্রধান উপদেষ্টা বলেন, তোমরাই অসম্ভবকে সম্ভব করেছ। এক বিজয় করেছো, আরেক বিজয় আসবে। দেশের মানুষ তোমাদের ওপর ভরসা করে। এই দায়িত্ব ভুলো না।
জুলাইয়ের শহীদদের রাষ্ট্রীয় মর্যাদা দেওয়ার বিষয়ে শিক্ষার্থীদের দাবিকে সমর্থন জানিয়ে তিনি বলেন, জুলাইয়ে যারা শহীদ হয়েছে, তাদের অবদান আমরা কখনো ভুলব না। যথাযথ সম্মান নিশ্চিত করার কাজ চলছে।
শিক্ষার্থীরা সংস্কার প্রক্রিয়ায় সরকারের প্রতি তাদের পূর্ণ আস্থা ও সমর্থনের প্রতিশ্রুতি দেন এবং জানান, দেশের মানুষ অন্তর্বর্তী সরকারের পাশে রয়েছে।
ডিআর/এমএইচএস