নিয়মিত অভিযানেও উপেক্ষিত সড়ক আইন, একদিনে মামলা ১৮১২
বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ০৪ ডিসেম্বর ২০২৪, ১৬:১৮
সংগৃহীত ছবি
রাজধানীতে ট্রাফিক আইনভঙ্গের হিড়িক পড়েছে। ট্রাফিক বিভাগের সক্রিয় ভূমিকা থাকলেও থামছে না এ প্রবণতা। আইন না মানায় মঙ্গলবার (৩ ডিসেম্বর) একদিনেই এক হাজার ৮১২টি মামলা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি)ট্রাফিক বিভাগ।
বুধবার (৪ ডিসেম্বর) ডিএমপির উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য জানান।
বাংলাদেশের খবরকে তিনি বলেন, রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে এসব মামলা করা হয়েছে।
তিনি আরও বলেন, মামলা ছাড়াও অভিযানে ২৭টি গাড়ি ডাম্পিং ও ৩৯টি গাড়ি রেকার করা হয়েছে। ঢাকার ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির এই অভিযান অব্যাহত রাখবে।
এদিকে অব্যাহত অভিযান, মামলা, ডাম্পিং এসবের পরও ট্রাফিক আইন উপেক্ষা করছেন নগরবাসী। এতে যেমন সড়কে ফিরছে না শৃঙ্খলা তেমনি যানজটের কবল থেকে রেহাই মিলছে না রাজধানীবাসীর।
ডিএমপি সূত্রে জানা গেছে, প্রতিবছর ট্রাফিক সপ্তাহ ছাড়াও প্রতিনিয়তই নাগরিকদের সচেতন করা হচ্ছে। এরই মধ্যে সড়কে ট্রাফিক আইন উপক্ষো করছেন নাগরিকরা। ফলে নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে সড়কে অভিযান শুরু করেছে ডিএমপি।
এমএম/ওএফ