Logo
Logo

জাতীয়

রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ

জাতির অস্তিত্ব রক্ষায় ঐক্যের আহ্বান প্রধান উপদেষ্টার

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ০৪ ডিসেম্বর ২০২৪, ২০:০৯

জাতির অস্তিত্ব রক্ষায় ঐক্যের আহ্বান প্রধান উপদেষ্টার

জাতির অস্তিত্ব রক্ষায় রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। বুধবার (৪ ডিসেম্বর) ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে বৈঠকে তিনি বলেন, দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষা করতে হবে এবং তার জন্য সকল রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে উঠে একত্রিত হয়ে কাজ করতে হবে।

বৈঠকে প্রধান উপদেষ্টা বলেছেন, জাতির অস্তিত্বের প্রশ্নে, রাজনৈতিক দলগুলোকে একত্রিত হয়ে কাজ করতে হবে। যারা আমাদের স্বাধীনতা অর্জনকে সহ্য করতে পারছে না, তাদের অপচেষ্টার বিরুদ্ধে সবাই মিলে একজোট হয়ে প্রতিবাদ করতে হবে।

তিনি বলেন, আমরা যেটা অর্জন করেছি, সেটা একসাথে অর্জন করেছি। আমরা জাতি হিসেবে এক হয়েই স্বাধীনতা পেয়েছি। তবে এখন কিছু শক্তিশালী মহল আন্তর্জাতিক পর্যায়ে আমাদের দেশকে নিয়ে বিভ্রান্তিকর প্রচারণা চালাচ্ছে। তাদের প্রচারণা আমাদের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের জন্য হুমকি।

ড. ইউনূস আরও বলেন, যারা আমাদের দেশের এই নতুন যাত্রাপথের বিরোধিতা করছে, তারা রাজনৈতিক মতাদর্শের সীমাবদ্ধতা ছাড়িয়ে দেশে অস্থিরতা সৃষ্টির চেষ্টা চালাচ্ছে। তারা যা করছে, তা শুধুমাত্র একটি দেশের মধ্যেই সীমাবদ্ধ নয়, এটি আন্তর্জাতিক পর্যায়েও ছড়িয়ে পড়েছে।

প্রধান উপদেষ্টা আরও বলেন, ৫ আগস্টের পর থেকে তারা আমাদের স্বাধীনতা নিয়ে নানা ধরনের বিভ্রান্তিকর কল্পকাহিনী রচনা করছে। এমনকি, সারা দুনিয়ায় সেগুলো ছড়িয়ে দেওয়া হচ্ছে। এই অবস্থায় আমাদের দেশের বর্তমান বাস্তবতা প্রতিষ্ঠিত করতে হবে এবং সঠিক তথ্য জনগণের সামনে তুলে ধরতে হবে।

এছাড়া, রাজনৈতিক দলগুলোর নেতাদের উদ্দেশ্যে ড. ইউনূস বলেন, এটি একটি জাতিগত সংগ্রাম, রাজনৈতিক দলগুলোর মধ্যে মতপার্থক্য ভুলে আমাদের একসাথে থাকতে হবে। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার জন্য সবাইকে একত্রিত হতে হবে। দেশের প্রতি সকলের ভালোবাসা ও শ্রদ্ধা রয়েছে, এবং একত্রিত হয়ে আমাদের সেই লক্ষ্যকে সামনে এগিয়ে নিয়ে যেতে হবে।

বৈঠকে বিএনপি, জামায়াত, এবি পার্টি, গণঅধিকার পরিষদসহ অন্যান্য রাজনৈতিক দলের নেতারা অংশ নেন। বৈঠক শেষে তারা একমত হন যে, দেশের স্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করা জরুরি। নেতারা জানান, প্রধানমন্ত্রী ইউনূসের আহ্বানে তারা দেশের জন্য একত্রিত হতে প্রস্তুত। 

তিনি আরও বলেন, এই সময়ে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে, কারণ আমাদের সংগ্রাম কোনও বিশেষ রাজনৈতিক দলের নয়, এটি আমাদের জাতির অস্তিত্ব রক্ষার সংগ্রাম।

এই বৈঠকের পর প্রধান উপদেষ্টা ড. ইউনূস রাজনৈতিক দলগুলোর নেতাদের সঙ্গে আরও একত্রিত হওয়ার আহ্বান জানান, যাতে একটি শক্তিশালী জাতীয় ঐক্য গড়ে তোলা যায় এবং দেশের মুক্তিযুদ্ধের অর্জন রক্ষা করা সম্ভব হয়।

ডিআর/এমএইচএস

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর