কলকাতায় বাংলাদেশের ডেপুটি হাইকমিশন। ছবি : সংগৃহীত
বাংলাদেশ-ভারত সম্পর্কের এক গুরুত্বপূর্ণ পরিস্থিতিতে বাংলাদেশ সরকার ভারতীয় নাগরিকদের জন্য ভিসা দেওয়ার প্রক্রিয়া সীমিত করেছে। বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) গোপন এক দাপ্তরিক চিঠির মাধ্যমে কলকাতা ডেপুটি হাইকমিশনকে ভারতীয়দের ঢালাওভাবে ভিসা দেওয়ার সিদ্ধান্ত থেকে সরে আসার নির্দেশ দেওয়া হয়েছে। তবে আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে এখনো কিছু জানানো হয়নি। এই সিদ্ধান্তটি শুক্রবার (৬ ডিসেম্বর) থেকে কার্যকর হতে শুরু করেছে। ত্রিপুরায় বাংলাদেশ সহকারী হাইকমিশনে হামলার পর এই পদক্ষেপ নেওয়া হলো।
এর আগে, ত্রিপুরায় বাংলাদেশ সহকারী হাইকমিশনে হামলা ও ভাঙচুরের পর বাংলাদেশ সরকার সেখানে সব ধরনের কার্যক্রম স্থগিত করে। বন্ধ করে দেওয়া হয় ভারতীয়দের ভিসা দেওয়ার সব ধরনের প্রক্রিয়া।
ভারতের বিরুদ্ধে এই হামলার ঘটনায় বাংলাদেশ তীব্র প্রতিবাদ জানিয়েছে এবং একই সঙ্গে ভারতীয় হাইকমিশনারকে ডেকে ক্ষোভও প্রকাশ করেছে।
তবে দিল্লি বা আসামের মিশনে এই ধরনের নির্দেশনা এখনও দেওয়া হয়নি। কলকাতা ও ত্রিপুরার পরিস্থিতি পর্যবেক্ষণ করে দিল্লি ও আসামের ক্ষেত্রেও একই রকমের নির্দেশনা আসতে পারে বলে জানা গেছে।
ডিআর/এমএইচএস