Logo
Logo

জাতীয়

এক সপ্তাহের মধ্যে সাইবার নিরাপত্তা আইন বাতিল হবে : তথ্য উপদেষ্টা

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ০৪ নভেম্বর ২০২৪, ১৪:৪৩

এক সপ্তাহের মধ্যে সাইবার নিরাপত্তা আইন বাতিল হবে : তথ্য উপদেষ্টা

তথ্য ও সম্প্রচার মন্ত্রণায়ের উপদেষ্টা নাহিদ ইসলাম| ছবি: সংগৃহীত

এক সপ্তাহের মধ্যে সাইবার নিরাপত্তা আইন বাতিল হবে বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি উপদেষ্টা মো. নাহিদ ইসলাম। সোমবার ( ৪ নভেম্বর)  তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অফিসকক্ষে নরওয়ের রাষ্ট্রদূত হাকোন‌ অ্যারাল্ড গুলব্রান্ডসেনের সঙ্গে সাক্ষাতকালে এ কথা জানান তিনি।

সাইবার নিরাপত্তা আইনের অধীনে হওয়া সব মামলা বাতিল হবে উল্লেখ করে নাহিদ  বলেন, মত প্রকাশে বাধা সৃষ্টি করে এমন সব আইন পর্যালোচনা করা হচ্ছে। সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে সেগুলোর বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

উপদেষ্টা বলেন, প্রয়োজনীয় সব সংস্কার শেষে জাতীয় ঐকমত্যের ভিত্তিতে নির্বাচনের ব্যবস্থা করা হবে। ছাত্র-জনতার অভ্যুত্থানের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি। অন্তর্বর্তী সরকার দেশকে পুনর্গঠন করার কাজ শুরু করেছে।

রাষ্ট্রদূত হাকোন‌ অ্যারাল্ড সংখ্যালঘু নির্যাতনের বিষয়ে জানতে চাইলে তথ্য উপদেষ্টা বলেন, বাংলাদেশের সংখ্যালঘুরা নিরাপদে আছে। সবশেষ পূজায় তাদের জন্য বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল, ছুটি বাড়ানো হয়েছিল। বিগত ফ্যাসিস্ট সরকার সংখ্যালঘুদের নিয়ে রাজনৈতিক খেলায় মেতে উঠেছিল। তারা সংখ্যালঘুদের ভোটব্যাংক হিসেবে চিহ্নিত করেছে। অথচ তাদের আমলেই সংখ্যালঘু নির্যাতনের বড় বড় ঘটনা ঘটলেও তারা বিচার করেনি।

এটিআর

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর