Logo
Logo

জাতীয়

জুলাই অভ্যুত্থান

পুলিশের কর্মকাণ্ডে ক্ষমা চাইলেন ডিএমপি কমিশনার

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ০৯ ডিসেম্বর ২০২৪, ১৩:১২

ছাত্র-জনতার আন্দোলনে পুলিশের কর্মকাণ্ডের জন্য দেশবাসীর কাছে ক্ষমা চেয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নতুন কমিশনার এস এম সাজ্জাত আলী।

সোমবার (৯ ডিসেম্বর) বেলা ১১টায় রাজধানীর মিন্টো রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে মিট দ্য প্রেসে তিনি পুলিশের কর্মকাণ্ডে ক্ষমা চান।

ডিএমপি কমিশনার বলেন, ছাত্র-জনতার আন্দোলনে ঢাকা মহানগর পুলিশ পেশাদারিত্বের বাইরে গিয়ে কাজ করেছে। এই ঘটনায় আমি অত্যন্ত দুঃখিত এবং ঢাকাসহ দেশবাসীর কাছে ক্ষমা প্রার্থনা করছি। এই আন্দোলনের ফলে বাংলাদেশ পুলিশ নতুনভাবে মানুষকে সেবা দেওয়ার জন্য কাজ করছে। এর মধ্যেই যেসব পুলিশ সদস্য অপেশাদারিত্বের সাথে কাজ করেছে, তাদের বিভিন্ন স্থানে বদলিসহ দেশের প্রচলিত আইনে ব্যবস্থাও নেওয়া হয়েছে।

এ সময় ঢাকার ট্র্যাফিক ব্যবস্থা নিয়ে ডিএমপি কমিশনার বলেন, অটোরিকশার দৌরাত্ম্য বন্ধ করতে না পারলে অচিরেই ঢাকা শহর চলাচলের অনুপযোগী হয়ে পড়বে। 

তিনি বলেন, রাজধানীবাসীর সহযোগিতা ছাড়া ট্রাফিক ব্যবস্থার উন্নয়ন সম্ভব নয়। নাজুক ট্রাফিক ব্যবস্থার উন্নতিতে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হবে।

চাঁদাবাজিকে নিত্যপণ্যের দাম বাড়ার অন্যতম কারণ হিসেবে উল্লেখ করেন ডিএমপি কমিশনার।

এমবি/ওএফ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর