উপদেষ্টা রিজওয়ানা
পহেলা বৈশাখে নদনদীর চূড়ান্ত তালিকা প্রকাশ হবে
বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ১০ ডিসেম্বর ২০২৪, ১৮:০৭
ছবি : সংগৃহীত
আগামী পহেলা বৈশাখে দেশের নদনদীর চূড়ান্ত তালিকা প্রকাশ করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। মঙ্গলবার (১০ ডিসেম্বর) বাংলাদেশের নদনদীর সংখ্যা নির্ধারণ বিষয়ক সেমিনারে এ কথা জানান পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।
সেমিনারে উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, ‘নদনদীর চূড়ান্ত তালিকা প্রকাশ করার ক্ষেত্রে পানি সম্পদ মন্ত্রণালয়, নৌ পরিবহন মন্ত্রণালয় এবং সাথে ভূমি মন্ত্রণালয়কেও যুক্ত করা হবে।’
উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, ‘দেশে মৃত নদী বলতে কোনো নদী নেই। প্রবাহহীন নদীকে প্রবহমান করার অনেক প্রক্রিয়া বা রাস্তা আছে। মৃত নদী দেখিয়ে নদীর জায়গা ইজারা বা লিজ দেয়ার কোনো সুযোগ নেই।’
সারাদেশের জেলা প্রশাসকদের আগামী তিন মাসের মধ্যে জেলার সকল খালের তালিকা রেকর্ড অনুযায়ী যাচাই-বাছাই করে মন্ত্রণালয়ে পাঠানোর জন্য উপদেষ্টা দেন পানি সম্পদ উপদেষ্টা।
এসময় সেমিনারে নৌ পরিবহন উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন বলেন, ‘দুঃখজনক হলেও সত্য উন্নয়নের নামে দেশে নদনদী-খালবিল দখল করা হয়েছে। নদীকে বাঁচাতে হলে দূষণ ও অবৈধ দখলদারিত্ব থেকে মুক্ত করতে হবে। নদী বাঁচানোর এখনই উপযুক্ত সময়। অন্য সময় করতে হলে স্বার্থের সংঘাত শুরু হবে।’
সেমিনারে দেশের নদ-নদীর সংখ্যা নিয়ে একটি খসড়া তালিকা প্রকাশ করা হয়। এতে জানানো হয়, দেশে বর্তমানে এক হাজার ১৫৬টি নদনদী আছে। যৌথভাবে এই তালিকা প্রকাশ করে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড ও নৌ পরিবহন মন্ত্রণালয়।
ডিআর/এসবি