মাকে হত্যার অভিযোগে করা মামলায় মামুন (৩০) নামে এক যুবকের এক দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে।
মঙ্গলবার (১০ ডিসেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ইমরান আহম্মেদ শুনানি শেষে রিমান্ডের এ আদেশ দেন।
এর আগে আসামিকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়।
মামলার তদন্ত কর্মকর্তা যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক নাজমুল হাসান আসামিকে পাঁচদিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি চেয়ে আবেদন করেন।
সংশ্লিষ্ট থানার নিবন্ধন শাখার সূত্র জানিয়েছে, রিমান্ড আবেদন শুনানির সময় আসামির পক্ষে কোনো আইনজীবী ছিলেন না।
মামলার বিবরণে প্রকাশ যাত্রাবাড়ীর কুতুবখালী এলাকায় মামুন কিছুদিন ধরে মায়ের সঙ্গে খারাপ আচরণ করতেন। নিয়মিত মায়ের ভরণপোষণ দিতেন না। গত ২৭ আগস্ট তার মাকে থাপ্পড় দিয়ে দেওয়ালের সঙ্গে বাড়ি মারেন ফলে তিনি গুরুতর জখমপ্রাপ্ত হন। এরপর সারারাত তাকে বাড়ির বাইরে রাখা হয়। পরের দিন সকালে আশেপাশের ভাড়াটিয়া ও এলাকাবাসী তাকে মৃত দেখতে পান। এ ঘটনায় মামুনকে আসামি করে তার খালাতো ভাই কামাল হোসেন ২৯ আগস্ট যাত্রাবাড়ী থানায় হত্যা মামলা করেন।
মামুনকে গ্রেপ্তার করে আদালতে হাজির করলে কারাগারে পাঠানো হয়। এরপর থেকে তিনি কারাগারে ছিলেন।
জেইউ/এমজে