Logo
Logo

জাতীয়

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও মজবুত করতে চায় জাপান

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ১২ ডিসেম্বর ২০২৪, ১০:৩০

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও মজবুত করতে চায় জাপান

বাংলাদেশে নিযুক্ত জাপানের বিদায়ী রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনোরি বলেছেন, জাপান সরকার শান্তি, স্থিতিশীলতা, অর্থনৈতিক সহযোগিতা এবং জনগণের মধ্যে সম্পর্কের ভিত্তিতে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও মজবুত করতে চায়।

বুধবার (১১ ডিসেম্বর) ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বিদায়ী সাক্ষাৎকালে তিনি এই কথা বলেন। কিমিনোরি বলেন, বাংলাদেশের নির্বাচনী ব্যবস্থা এবং অন্যান্য সংস্কার কার্যক্রমে টোকিও ‘দৃঢ় সমর্থন’ জানিয়ে জাপান বাংলাদেশের উন্নয়নে সহযোগিতা অব্যাহত রাখবে।

ড. ইউনূস বলেন, দুই দেশের সম্পর্ক সবসময় শক্তিশালী ছিল এবং এই সম্পর্ক আরও উন্নত করতে জাপানের ভূমিকা প্রশংসনীয়।

জাপানি রাষ্ট্রদূত আরও জানান, জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের পর বাংলাদেশের বাজার থেকে কোন জাপানি কোম্পানি বের হয়নি এবং তারা এখানে থাকার আগ্রহ প্রকাশ করেছে।

ডিআর/এমবি/এমএইচএস

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর