পলক ও যাত্রাবাড়ী থানার সাবেক ওসিকে জিজ্ঞাসাবাদের নির্দেশ
আদালত প্রতিবেদক
প্রকাশ: ১২ ডিসেম্বর ২০২৪, ১৬:১৭
গণহত্যার মামলায় সাবেক প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক ও যাত্রাবাড়ী থানার সাবেক ওসি আবুল হাসানকে সেফহোমে জিজ্ঞাসাবাদের নির্দেশ দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন বেঞ্চ শুনানি শেষে এই নির্দেশ দেন।
এর আগে প্রসিকিউশন থেকে এক আবেদন দাখিল করে বলা হয়, মামলার ঘটনার বিষয়ে তথ্য জানতে আসামিদের জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন।
ট্রাইব্যুনালে আবেদনের উপর শুনানি করেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম ও অতিরিক্ত প্রসিকিউটর বিএম সুলতান মাহমুদ।
প্রসিকিউশন সূত্র জানায়, যাত্রাবাড়ী থানার সাবেক ওসি আবুল হাসানকে ১৫ ডিসেম্বর ও জুনায়েদ আহমেদ পলককে ১৮ ডিসেম্বর তদন্ত সংস্থাকে জিজ্ঞাসাবাদ করতে বলা হয়েছে।
শুনানি উপলক্ষে সকালে আসামিদের কারাগার থেকে ট্রাইব্যুনালে হাজির করা হয়।
জেইউ/ওএফ