Logo
Logo

জাতীয়

শব্দদূষণ নিয়ন্ত্রণে পুলিশকে ক্ষমতা দেওয়া হবে : পরিবেশ উপদেষ্টা

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ১৩ ডিসেম্বর ২০২৪, ১৭:৫৮

শব্দদূষণ নিয়ন্ত্রণে পুলিশকে ক্ষমতা দেওয়া হবে : পরিবেশ উপদেষ্টা

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান জানিয়েছেন, ডিসেম্বর মাসেই শব্দদূষণ নিয়ন্ত্রণে নতুন বিধিমালা চূড়ান্ত করা হবে। এই বিধিমালার মাধ্যমে শব্দদূষণ নিয়ন্ত্রণে পুলিশের দায়িত্ব ও ক্ষমতা বৃদ্ধি করা হবে।

শুক্রবার (১৩ ডিসেম্বর) গুলশান সোসাইটি জামে মসজিদের সামনে অনুষ্ঠিত এক সচেতনতামূলক কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, শুধু জরিমানা ও শাস্তি প্রদান করে সমস্যা সমাধান হবে না। বরং মানুষের মধ্যে সচেতনতা তৈরি ও দায়িত্বশীল আচরণ গড়ে তুলতে হবে।

রিজওয়ানা হাসান আরও বলেন, শব্দদূষণ শারীরিক ও মানসিক স্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর। তাই এটি নিয়ন্ত্রণে সবার সহযোগিতা জরুরি। 

তিনি গাড়িচালকদের উদ্দেশ্যে বলেন, ‘ভাবুন, হর্ন নষ্ট, বাজাবেন না। গাড়ির গতি কমালে দুর্ঘটনার ঝুঁকিও কমবে।’

পরিবেশ উপদেষ্টা জানান, ঢাকার ১০টি এলাকায় বিশেষ উদ্যোগ নেয়া হবে, যাতে শব্দদূষণ কমানো যায় এবং একটি বাসযোগ্য শহর গড়া সম্ভব হয়।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রাজউক চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মো. সিদ্দিকুর রহমান সরকার, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মো. মাহমুদুল হাসান, শব্দদূষণ নিয়ন্ত্রণ প্রকল্পের পরিচালক সৈয়দা মাছুমা খানম, গুলশান সোসাইটির প্রেসিডেন্ট ওমর সাদাত, ভাইস প্রেসিডেন্ট সৈয়দ আলমাস কবির, এবং মহাসচিব সৈয়দ আহসান হাবীব।

পরে, উপদেষ্টা রিজওয়ানা হাসান গুলশান লেক পরিদর্শন করেন এবং সুয়ারেজ ট্রিটমেন্ট প্লান্ট স্থাপনের পরামর্শ দেন।

ডিআর/এমএইচএস

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর