Logo
Logo

জাতীয়

বিপ্লবে আহত ও শহীদ পরিবারের পাশে আছে সরকার : মৎস্য উপদেষ্টা

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ১৩ ডিসেম্বর ২০২৪, ১৮:৩৭

বিপ্লবে আহত ও শহীদ পরিবারের পাশে আছে সরকার : মৎস্য উপদেষ্টা

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, জুলাই-আগস্ট বিপ্লবে আহত ও শহীদ পরিবারের পাশে রয়েছে অন্তর্বর্তী সরকার। তিনি জানান, আহতদের আর্থিক সহায়তার পাশাপাশি তাদের মানসিক স্বাস্থ্য সেবা নিশ্চিত করার জন্য সরকার কাজ করছে।

শুক্রবার (১৩ ডিসেম্বর) বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ‘জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী মানসিক স্বাস্থ্য সেবা’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

উপদেষ্টা আরও বলেন, গণঅভ্যুত্থানে আহতদের অঙ্গহানির জন্য তাদের যারা তিরস্কার বা কটু কথা বলে তারা মানুষের মধ্যে পড়ে না। তিনি বলেন, আমরা লক্ষ্য করেছি, অনেক মা-বাবাও মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন, অনেক মেয়েরা সমাজের ভয়ে চিকিৎসা নিতে সাহস পাচ্ছেন না।

বিশেষ অতিথি হিসেবে স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিশেষ সহকারী অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান বলেন, গণঅভ্যুত্থানে আহতরা যেই পক্ষের হোক, তারা চিকিৎসা পাবেন। আমরা তাদের শিক্ষা, চিকিৎসা এবং মানসিক স্বাস্থ্যের উন্নতিতে সর্বোচ্চ সহায়তা প্রদান করব।

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. কামাল উদ্দিন আহমেদ চৌধুরী।

আরও বক্তৃতা করেন প্রখ্যাত মনোরোগ বিশেষজ্ঞ, আইনজীবী এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা। সেমিনারে স্বাগত বক্তৃতা দেন আঁচল ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি তানসেন রোজ।

ডিআর/এমএইচএস

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর