Logo
Logo

জাতীয়

শহীদ বুদ্ধিজীবীদের আদর্শ ধারণ করে অন্তর্বর্তী সরকার : শফিকুল ইসলাম

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ১৪ ডিসেম্বর ২০২৪, ১১:৪৯

শহীদ বুদ্ধিজীবীদের আদর্শ ধারণ করে অন্তর্বর্তী সরকার : শফিকুল ইসলাম

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল ইসলাম বলেছেন, শহীদ বুদ্ধিজীবীদের যে আদর্শ ও দেশ গড়ার স্বপ্ন ছিল, তা ধারণ করে অন্তর্বর্তী সরকার কাজ করছে। তিনি উল্লেখ করেন, ৭১-এর হানাদার বাহিনী যে জুলুম করেছিল, তার পুনরাবৃত্তি ২৪ সালে আওয়ামী লীগ করেছে।

শনিবার (১৪ ডিসেম্বর) রাজধানীর মিরপুরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন।

শফিকুল ইসলাম আরও বলেন, আমরা যে নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছি, তা শহীদ বুদ্ধিজীবীদের সেই স্বপ্নেরই ধারাবাহিকতা। অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস এবং তার টিম এই স্বপ্নে এগিয়ে যাচ্ছে এবং আমরা শহীদ বুদ্ধিজীবীদের আদর্শ অনুসরণ করছি।

তিনি আরও বলেন, ৭১-এর পাক হানাদার বাহিনীর কর্মকাণ্ডের মতোই ২৪ সালের জুলাইয়ে একই ধরনের জুলুম দেখা গেছে।

ডিআর/এমএইচএস 

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর