কারাগারের নিরাপত্তা জোরদারে ডগ স্কোয়াড মোতায়েন
বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ১৫ ডিসেম্বর ২০২৪, ১৭:৪০
কারা নিরাপত্তা জোরদারসহ মাদক ও অবৈধ দ্রব্যের প্রবেশ ঠেকাতে ঢাকা কেন্দ্রীয় কারাগার (কেরাণীগঞ্জ) ও কাশিমপুর কারাগারে ডগ স্কোয়াড মোতায়েন করা হয়েছে।
রোববার (১৫ ডিসেম্বর) কারা অধিদপ্তরের সহকারী কারা মহাপরিদর্শক জান্নাত-উল ফরহাদ বাংলাদেশের খবরকে এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, বাংলাদেশ সেনাবাহিনীর সহযোগিতায় কারাগারে ডগ স্কোয়াড মোতায়েন করা হয়েছে। শনিবার থেকে প্রাথমিকভাবে এই কার্যক্রম শুরু হয়েছে।
জান্নাত-উল ফরহাদ জানান, কারাগারে সংস্কারের অংশ হিসেবে সেনাবাহিনীর সহযোগিতায় মোতায়েন করা ডগ স্কোয়াড আগত বন্দি, দর্শনার্থী ও গার্ডিং স্টাফদের প্রবেশপথসহ গুরুত্বপূর্ণ স্থান, আরপি গেট ও প্রধান ফটকে ডগ স্কোয়াড তল্লাশি কার্যক্রমে নিয়োজিত থাকবে। পরবর্তীতে ধাপে ধাপে অন্যান্য কারাগারেও ডগ স্কোয়াডের এই কার্যক্রম পরিচালিত হবে। সার্বিক কার্যক্রম সেনাবাহিনীর মাধ্যমেই পরিচালিকত হবে বলেও জানিয়েছেন তিনি।
এর আগে, কারা অধিদপ্তরের মহাপরিদর্শক (আইজি প্রিজন্স) ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মো. মোতাহের হোসেন ডগ স্কোয়াডের মাধ্যমে কারাগারে অবৈধ দ্রব্যের প্রবেশ রোধে তল্লাশি কার্যক্রম চালুর কথা জানিয়েছিলেন। আইজি প্রিজনের ওই ঘোষণার কয়েক দিন পরই কারাগারে ডগ স্কোয়াড দিয়ে তল্লাশি কার্যক্রমের সূচনা হলো।
এমএম/এমবি