Logo
Logo

জাতীয়

ছাত্রলীগকর্মী নদীসহ চারজন রিমান্ডে

Icon

আদালত প্রতিবেদক

প্রকাশ: ১৫ ডিসেম্বর ২০২৪, ১৮:০৩

ছাত্রলীগকর্মী নদীসহ চারজন রিমান্ডে

নিষিদ্ধ ছাত্রসংগঠন বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সহসভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শামসুন্নাহার হল শাখার সাবেক সভাপতি নিশিতা ইকবাল নদীসহ চারজনের দুদিন করে রিমান্ড মঞ্জুর করা হয়েছে।  

অন্যরা হলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আল ফাতারা কাজল, বেসরকারি বিশ্ববিদ্যালয় এআইইউবির শিক্ষার্থী ও সাবেক ছাত্রলীগকর্মী শোভন রহমান, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগকর্মী হাসান ইমাম শোভন।

রোববার (১৫ ডিসেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান শুনানি শেষে  প্রত্যেকের দুদিন করে রিমান্ড মঞ্জুর করেন।

আদালতে শুনানির সময়  আসামিদের আইনজীবীরা পুলিশের রিমান্ড আবেদন বাতিল করে জামিন চাইলে তা নাকচ করেন বিচারক।

এর আগে তাদের ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়।

রাজধানীর কলাবাগান থানায় সন্ত্রাসবিরোধী আইনে করা মামলার তদন্ত কর্মকর্তা সুষ্ঠু তদন্তের জন্য আসামিদের সাতদিন রিমান্ডে নেওয়ার আবেদন করেন।

আবেদনে বলা হয়, গত ১৩ ডিসেম্বর ভোর ৬টায় রাজধানীর কলাবাগান এলাকায় আল বারাকা রেস্তোরাঁর সামনে থেকে নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীরা মিছিল করেন। এ ঘটনায় এজাহারনামীয়সহ অজ্ঞাতনামা ১০০-১৫০ জন আসামি অংশ নেন। তারা সরকারবিরোধী বিভিন্ন স্লোগান দেন। সরকারকে বিব্রতকর পরিস্থিতিতে ফেলার জন্য তারা আরও বিভিন্ন ধরনের পরিকল্পনা করছেন। তাদের পেছনে কারা আছেন, অর্থের জোগানদাতা ও  পরিকল্পনাকারীদের বের করতে আসামিদের জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন।

জেইউ/এমজে

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর