Logo
Logo

জাতীয়

দেশজুড়ে শেষ রাতে টহল বাড়ানোর নির্দেশ

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ১৫ ডিসেম্বর ২০২৪, ১৯:৩৫

দেশজুড়ে শেষ রাতে টহল বাড়ানোর নির্দেশ

ছবি : সংগৃহীত

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) বলেছেন, রাজধানীতে ছিনতাইসহ অন্যান্য অপরাধ কমাতে পুলিশ টহল বাড়ানোর নির্দেশনা দেওয়া হয়েছে। বিশেষ করে শেষ রাতে ছিনতাই বেশি হওয়ায়, এ সময়ের টহল জোরদারের নির্দেশ দেওয়া হয়েছে। অপরাধ শূন্যের কোটায় নামিয়ে আনার জন্য পুলিশকে কার্যকর পদক্ষেপ নিতে বলা হয়েছে।

রোববার (১৫ নভেম্বর) বিকেলে বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আইন-শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির ৫ম সভা শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

তিনি আরও বলেন, বিজয় দিবস, বড়দিন, থার্টি ফার্স্ট নাইট এবং বিশ্ব ইজতেমা নির্বিঘ্নে ও নিরাপদ পরিবেশে উদযাপনের জন্য আইন-শৃঙ্খলা রক্ষায় বিশেষ পদক্ষেপ নেওয়া হচ্ছে।

বিশ্ব ইজতেমা প্রসঙ্গে তিনি বলেন, গতবারের মতো এবারও ইজতেমা একইভাবে আয়োজন করা হবে। এ বিষয়ে ১৮ ডিসেম্বর দুই পক্ষের (সাদ ও যোবায়ের গ্রুপ) সঙ্গে বৈঠক হবে।

সভায় সারাদেশে আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন, অবৈধ অস্ত্র উদ্ধার, মাদক রোধসহ নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে আলোচনা হয়।

এনএম/এআরএস

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর