Logo
Logo

জাতীয়

২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ৩৭৩

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ১৫ ডিসেম্বর ২০২৪, ২১:৩৯

২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ৩৭৩

গত ২৪ ঘণ্টায় সারাদেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ৩৭৩ জন ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছর হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বেড়ে ৯৮ হাজার ৮৭৭ জন হয়েছে।

রোববার (১৫ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টারের ডেঙ্গু বিষয়ক নিয়মিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানা গেছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, রোববার সকাল পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ৩৭৩ জন ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছর হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বেড়ে ৯৮ হাজার ৮৭৭ জনে দাঁড়িয়েছে।

একদিন ডেঙ্গু আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি। প্রায় ৭৩ দিন পর ডেঙ্গুতে মৃত্যুহীন দেখল বাংলাদেশ। গত ৪ অক্টোবরের পর প্রতিদিনই মশাবাহিত এই রোগে কারো না কারো মৃত্যু হয়েছে। চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে সারাদেশে ৫৪৮ জনের মৃত্যু হয়েছে।

নতুন ভর্তি রোগীদের মধ্যে ঢাকার দুই সিটি করপোরেশন এলাকায় ১৩২ জন, ঢাকা বিভাগে ৮৮ জন, ময়মনসিংহে ১৫ জন, চট্টগ্রামে ৩৪ জন, খুলনায় ৪৪ জন, রাজশাহীতে ২০ জন, রংপুরে ২ জন, বরিশালে ৩৬ জন এবং সিলেট বিভাগে দুইজন ভর্তি হয়েছেন।

রোববার সকাল পর্যন্ত হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ৯৬ হাজার ৬৬২ জন রোগী। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন ১ হাজার ৬৬৭ জন। তাদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি ৬৫০ জন; আর ১ হাজার ১৭ জন ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন।

ডিআর/এমবি 

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর