Logo
Logo

জাতীয়

সাবেক এমপি নদভী রিমান্ডে

Icon

আদালত প্রতিবেদক

প্রকাশ: ১৬ ডিসেম্বর ২০২৪, ১৮:৫৮

সাবেক এমপি নদভী রিমান্ডে

চট্টগ্রাম-১৫ আসনের সাবেক সংসদ সদস্য আবু রেজা মোহাম্মদ নেজামুদ্দিন নদভীর এক দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে।

সোমবার (১৬ ডিসেম্বর)ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমান তার জামিন আবেদন নাকচ করে রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে রাজধানীর লালবাগ থানায় দায়ের হওয়া শিক্ষার্থী খালিদ হাসান সাইফুল্লাহ হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে আদালতে হাজির করে মামলার তদন্ত কর্মকর্তা ১০ দিন রিমান্ডে নেওয়ার আবেদন করেন।

মামলার বিবরণে বলা হয়, গত ১৮ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলনে লালবাগের আজিমপুর সরকারি আবাসিক এলাকায় আইডিয়াল কলেজের প্রথম বর্ষের ছাত্র খালিদ হাসান সাইফুল্লাহ গুলিবিদ্ধ হয়ে মারা যান। এ ঘটনায় তার বাবা কামরুল হাসান বাদী হয়ে গত ১৯ আগস্ট লালবাগ থানায় হত্যা মামলা করেন। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৫২ জনকে আসামি করা হয়।

প্রসঙ্গত রোববার (১৫ ডিসেম্বর) রাজধানীর উত্তরা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

জেইউ/এমএইচএস

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর